শুক্রবার ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, তলিয়ে গেছে রেললাইন

আনোয়ার হোসেন   |   সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   40 বার পঠিত

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, তলিয়ে গেছে রেললাইন

উজানের ঢল ও টানা বৃষ্টিতে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে নদী তীর এলাকার বিভিন্ন রাস্তাঘাট হুমকির মুখে পড়েছে। ধস দেখা দিয়েছে বিভিন্ন সড়কে। এতে জেলার ৫ উপজেলার ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

ফলে ভোগান্তি চরমে পৌঁছেছে বানভাসী মানুষের। পানিতে তলিয়ে গেছে লালমনিরহাট-সান্তাহার রেলপথের প্রায় অর্ধ কিলোমিটার রেললাইন। ফলে ঝুঁকি নিয়েই চলছে ট্রেন। এ ছাড়া জেলার পানি ওঠায় ১৯টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠ দান বন্ধ রয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ৬টায় তিস্তা ডালিয়া পয়েন্টে পানি সমতলে ৫২ দশমিক ১৭ মিটার বেড়ে বিপৎসীমার ০২ সে.মি ওপরে প্রবাহের রেকর্ড করা হয়। একই সময় কাউনিয়া পয়েন্টে পানি সমতলে ২৯ দশমিক ৬০ মিটার বেড়ে বিপৎসীমার ২৯ সেমি ওপরে প্রবাহিত হয়।

পরে বিকেল ৩টায় তিস্তার ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ৮ সেমি নিচে ও কাউনিয়া পয়েন্টে ৩৩ সেমি ওপরে পানিপ্রবাহ রেকর্ড করা হয়। এর ফলে জেলার পাটগ্রাম, হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করছে। নিম্নাঞ্চলে এরইমধ্যে পানি ঢুকে গেছে।

চরাঞ্চলেও পানিতে ডুবেছে বাড়িঘর ও রাস্তা ঘাট। তিস্তা নদীর পানি বৃদ্ধিতে জেলার পাটগ্রামের দহগ্রাম, হাতীবান্ধার গড্ডিমারী,দোয়ানী,ছয়আনী, সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর, বাঘের চর, ফকিরপাড়া ইউপির রমনীগঞ্জ, সিঙ্গামারি ইউনিয়নের ধুবনী, সিন্দুর্না ইউপির পাটিকাপাড়া, হলদিবাড়ি, ডাউয়াবাড়ি, কালীগঞ্জ উপজেলার ভোটমারী, শৈইলমারী, নোহালী, চর বৈরাতি, আদিতমারী উপজেলার মহিষখোচা, গোবর্ধন, বাহাদুরপাড়া, কালমাটি, পলাশী ও সদর উপজেলার ফলিমারীর চর, খুনিয়াগাছ, কুলাঘাট, মোগলহাট, বড়বাড়ি ,রাজপুর, গোকুণ্ডা ইউনিয়নের তিস্তা এলাকার নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ২০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। ডুবেছে চলাচলের রাস্তা।

এদিকে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের রতিপুর নামক স্থানে প্রায় অর্ধ কিলোমিটার রেললাইন পানিতে তলিয়ে গেছে। পানির স্রোতে রেললাইন থেকে পাথর সরে যাওয়ায় রোবরার বিকেলে লাইনে মাটি ভর্তি বস্তা ফেলের কাজ শুরু করেছে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় কর্তৃপক্ষ।

অন্যদিকে, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার বলেন, জেলার দুই উপজোলার ১৯টি প্রাথমিক বিদ্যালয়ে পানিতে প্লাবিত হওয়ায় পাঠ দান বন্ধ রয়েছে।

এরমধ্যে সদর উপজেলার ১১টি এবং আদিতমারী উপজেলার ৮টি প্রাথমিক বিদ্যালয়। তিস্তাপাড়ের বাসিন্দা গোলাম রাব্বানী বলেন, দুদিন থেকে পানি বাড়ছিল। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে পানি আরও বাড়ছে।

কিছু এলাকার রাস্তার ওপর দিয়ে পানি যাচ্ছে। এতে যে কোনো সময় রাস্তা ভেঙে যেতে পারে। লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী শুনিল কুমার রায় জানিয়েছেন, বর্তমানে দেশের সব প্রধান নদ-নদীর পানি সমতলে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তবে রংপুর বিভাগের তিস্তা ও ধরলা নদীর পানি গত দুইদিনে বৃদ্ধি পেয়েছে। পানি বিপৎসীমার ওপরে বইছে। আমরা সার্বক্ষণিক খোঁজখবর রাখছি।

লালমনিরহাটের জেলা প্রশাসক রকিব হায়দার বলেন, জেলার বিভিন্ন নিম্নাঞ্চল এলাকা প্লাবিত হয়েছে। আমরা চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের কাছে প্লাবিত লোকজনের তালিকা চেয়েছি। সংশ্লিষ্ট ইউএনও এ কাজ করছেন। তালিকা যাচাইবাছাই শেষে বন্যার্তদের সহায়তা করা হবে।

Facebook Comments Box

Posted ৩:৩৫ পূর্বাহ্ণ | সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪

bangladoinik.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

https://prothomalo.com
https://prothomalo.com

এ বিভাগের আরও খবর

https://prothomalo.com
https://prothomalo.com
সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

2nd floor, Opposite building of Muradnagar Thana gate, Muradnagar-3540, Bangladesh

01941702035, 01917142520

bangladoinik@gmail.com

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com