বাকৃবি প্রতিনিধি | সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 25 বার পঠিত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মালয়েশিয়ার এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. হারুণ-অর-রশিদের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন করেছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধনটি শুরু হয়।
এ সময় নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত নারী নিরাপত্তা সেল কার্যকর করার দাবি জানায় উপস্থিত শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, “এই মানববন্ধন এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাতে চাই আগামী তিন কার্য দিবসের মধ্যে আমরা এর তদন্ত রিপোর্ট চাই।
সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে যেন সর্বত্র শাস্তি প্রদান করা হয়। অতীতেও আমরা তদন্ত কমিটি দেখেছি কিন্তু কোন তদন্ত রিপোর্ট দেখিনি। তিন কার্য দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়া না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব।” শিক্ষার্থীরা আরো বলেন, “ক্যাম্পাসে বহিরাগতরা অবাধে বিচরণ করছে।
আমরা শিক্ষার্থীরা এই পরিবেশে নিরাপদ নয়। নারী শিক্ষার্থীরা যেন ক্যাম্পাসে নিরাপদে চলাচল করতে পারে সেই জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করার আহ্বান জানাচ্ছি।”
উল্লেখ্য, সম্প্রতি অধ্যাপক ড. মো হারুন-অর-রশিদের বিরুদ্ধে যৌন হয়রানি ও লাঞ্ছনার অভিযোগ জানায় মালয়েশিয়ার এক নারী শিক্ষার্থী। ঘটনাটি জানাজানি হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানায়।
এই ঘটনার তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে কমিটি গঠন করেছেন আছেন মেডিসিন বিভাগের অধ্যাপক ড. মাহবুব আলম এবং সদস্য সচিব হিসেবে আছেন বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. শহিদুল ইসলাম।
*******
সানজিদা লিমু
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,
ময়মনসিংহ
Posted ১২:৪৩ অপরাহ্ণ | সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com