রবিবার ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রাজশাহীতে লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মো: সাকিবুল ইসলাম   |   সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   28 বার পঠিত

রাজশাহীতে লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রাজশাহীতে লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকালে ৪টায় জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা জজ আদালতের কনফারেন্স রুমে এই সভাটি হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান (সিনিয়র জেলা ও দায়রা জজ) শেখ মফিজুর রহমান। সভাটি সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার ও জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার রাজশাহী জেলা কমিটির সদস্য সচিব সিনিয়র সহকারী জজ আরিফুল ইসলাম। কমিটির চেয়ারম্যান বলেন, লিগ্যাল এইড দরিদ্র অসহায় জনগোষ্ঠীর আইনি সহায়তা প্রদানসহ এটি সরকারের অগ্রাধিকার প্রকল্প।

এ প্রকল্পের উদ্দেশ্য বাস্তবায়নে বিচারক ও আইনজীবীদের পাশাপাশি সংশ্লিষ্টদের সমন্বিত প্রয়াসের কোন বিকল্প নেই। মানবিক মনোবৃত্তি নিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর আইনী সেবা নিশ্চিতকল্পে সবাইকে এগিয়ে আসতে হবে। সম্মিলিত চেষ্টায় অসহায়দের আইনী সেবা জনগণের দৌড় গোড়ায় পৌঁছে যাবে। বিনামূল্যে আইনী সেবায় উপকৃত হচ্ছেন অসহায় সাধারণ মানুষ। রাজশাহী জেলা লিগ্যাল এইড অফিস পরিমানগত ও গুণগত পরিবর্তনে নিরলসভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যহত রাখবে বলে বিশ্বাস করি। তিনি প্রান্তিক পর্যায়ে আরও বেশি প্রোগ্রাম করার উদ্যোগ গ্রহণ করা হবে মর্মে অভিমত ব্যক্ত করেন।

সভায় উপস্থিত ছিলেন, মহানগর ও দায়রা জজ আল আসাদ মোঃ আসিফুজ্জামান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক মোঃ ইমদাদুল হক, বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিচারক শাহ মোহাম্মদ জাকির হাসান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক মোঃ ইকবাল বাহার, পুলিশ কমিশনার প্রতিনিধি সীমা খানম, রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার, সিভিল সার্জন ডাঃ আবু সাইদ মোহাম্মদ ফারুক, রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার মোঃ আমান উল্লাহ, উপ পরিচালক সমাজসেবা অধিদপ্তর মোছাঃ হাসিনা মমতাজ, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ রেজ্জাকুল হায়দার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে জেলার হতদরিদ্র মানুষ বিনামূল্যে আইনি সেবা পাচ্ছেন। তাদের আইনগত সহায়তা নিশ্চিত করতে লিগ্যাল এইড কমিটির কার্যক্রম আরো বিস্তৃত করার উপর গুরুত্বারোপ করা হয়। উল্লেখ্য, সভায় জুলাই ও আগস্ট মাসের ১৮৪টি মামলার সব কয়েকটিতে পদক্ষেপ গ্রহণ করা হয়। মামলা পরিচালনার জন্য ৪৮ জন আইনজীবী আবেদন করেন।

Facebook Comments Box

Posted ২:৫৬ অপরাহ্ণ | সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪

bangladoinik.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

https://prothomalo.com
https://prothomalo.com

এ বিভাগের আরও খবর

https://prothomalo.com
https://prothomalo.com
সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

2nd floor, Opposite building of Muradnagar Thana gate, Muradnagar-3540, Bangladesh

01941702035, 01917142520

bangladoinik@gmail.com

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com