সুজন আলী | সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 9 বার পঠিত
কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’ এ প্রতিপাদ্য ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ৩০ সেপ্টেম্বর (সোমবার) সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র্যালি বের হয়।
র্যালিটি উপজেলা পরিষদ চত্তর প্রদক্ষিণ করে পরিষদে ফিরে আসে। পরে উপজেলা সভা কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আর্নিকা আক্তার, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজান আলী, অধ্যক্ষ মহাদেব বসাক, উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান, শিক্ষা কর্মকর্তা রাহিম উদ্দিন শিক্ষিকা মেহবুবা আখতার,থানার প্রতিনিধি এসআই আনোয়ার হোসেন, ইএসডিও কর্মকর্তা খায়রুল আলম, প্রেসক্লাব সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও মহিলা বিষয়ক অধিদপ্তরের নারী সংগঠনের বিভিন্ন সমিতির সভানেত্রী ও সদস্যরা, স্কুল ও কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে কয়েকজন শিক্ষার্থীকে পোশাক পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারি গোলাম রব্বানী।
Posted ১০:৪৬ পূর্বাহ্ণ | সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com