সোমবার (৩০ সেপ্টেম্বর ) এক প্রজ্ঞাপনে প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মানোন্নয়ন, প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থাপনা ও কাঠামোগত উন্নয়ন এবং শিখন-শেখানো কার্যক্রমের উৎকর্ষ সাধনের নিমিত্ত প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের লক্ষ্যে বিশিষ্ট শিক্ষাবিদ, বিশেষজ্ঞ এবং প্রাথমিক শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে কনসালটেশন কমিটিতে মোঃ নুরুল আলম ( জাতীয় পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ প্রধান শিক্ষক) কে অন্তর্ভুক্ত করা হয়েছে। মোঃ নুরুল আলম গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শিবরাম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। বতর্মানে তিনি গাইবান্ধা শহরের আমার বাংলা মাধ্যমিক বিদ্যাপীঠ এর প্রতিষ্ঠাতার দায়িত্ব পালন করছেন।