ইসমাইল ইমন: | মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 30 বার পঠিত
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন বাতিল চেয়ে বিএনপির মেয়র প্রার্থী ডা.শাহাদাত হোসেনের দায়ের করা মামলায় তাঁকে মেয়র ঘোষণা করেছেন আদালত। একইসঙ্গে আগামী ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
০১ অক্টোবর(মঙ্গলবার )দুপুর ১২টায় নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খাইরুল আমীনের আদালত এই রায় প্রদান করেন।
বাদীপক্ষের অ্যাডভোকেট আরশাদ হোসেন আসাদ এই প্রতিবেদককে বলেন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন বাতিল চেয়ে বিএনপির মেয়র প্রার্থী ডা.শাহাদাত হোসেনের দায়ের করা মামলায় তাঁকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত।
একই সঙ্গে ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।এদিনে এই রায়কে সত্যের জয় ও জনগণের চাওয়া এবং ঐতিহাসিক রায় আখ্যায়িত করে তাৎক্ষণিক চট্টগ্রামের বিভিন্ন অলিগলি ও আদালত প্রাঙ্গণে বিএনপি ও অঙ্গ, সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনতা আনন্দ উল্লাসে মিছিল নিয়ে রাস্তায় নেমে পড়ে।
Posted ৮:৫২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com