নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: | মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 35 বার পঠিত
নতুন কমিটিকে বরন এবং পুরাতন কমিটিকে বিদায় দেওয়ার লক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় রোটার্যাক্ট ক্লাব আয়োজন করছে মেটামরফোসিস ৩.০।
বুধবার (২ অক্টোবর) বিকাল ২.৪৫ টায়, বিশ্ববিদ্যালয় কনফারেন্স কক্ষে আয়োজনটি অনুষ্ঠিত হবে।
নতুন কমিটিকে বরন করতে এবং পুরাতন কমিটিকে বিদায় সংবর্ধনা দেয়ার লক্ষ্যে এই আয়োজন বলে জানান রোটার্যাক্ট ক্লাবের নেতৃবৃন্দ। এদিন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, রোটারি ক্লাব অফ ময়মনসিংহের প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ আরো অনেকে।
দিনব্যাপী আরও নানান আয়োজনে এদিন মুখরিত হবে নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এই লক্ষ্যে রোটার্যাক্ট ক্লাব, নজরুল বিশ্ববিদ্যালয়ের সদস্যদের সাদরে অংশগ্রহণ করতে আমন্ত্রণ জানানো হয়।
Posted ১২:০১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com