আব্দুস সালাম মোল্লা: | মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 36 বার পঠিত
নিজেদের অধিকার নিজেকেই প্রতিষ্ঠা করতে হবে, সংখ্যালঘু সংখ্যাগুরু এ হীনমন্যতা পরিহার করে আমরা সবাই বাংলাদেশের নাগরিক, সবার সমানাধিকার রয়েছে এই সাম্য প্রতিষ্ঠা করুন। তবে কেউ নৈরাজ্য সৃষ্টি করতে চেষ্টা করলে আমরা ঐক্যবদ্ধ ভাবে তা প্রতিহত করে দুষ্কৃতকারীদের আইনের হাতে তুলে দিবো। আপনার অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী সার্বিক সহযোগিতা করবে এ প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি- এমন কথা বলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব।
হিন্দু ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা শঙ্কাহীন ও নির্বিঘ্নে উদযাপন করতে বোয়ালমারী পূজা উদযাপন পরিষদ ও হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেছে বাংলাদেশ জামায়েতের ইসলামী ফরিদপুর জেলা শাখার নেতৃবৃন্দ।
সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখার আয়োজনে বোয়ালমারী নিউ মার্কেট চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব, জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল ওহাব, বোয়ালমারী পুজা উদযাপন কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল কুমার সাহা, জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য অধ্যাপক মো. ইমারত হোসেন চৌধুরী, বোয়ালমারী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাবু, পুজা উদযাপন কমিটির সদস্য সচিব প্রফেসর রবীন লস্কর, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের উপজেলা সভাপতি কৃষ্ণ সাহা প্রমুখ।
Posted ৯:১৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com