ফরিদপুর জেলা প্রতিনিধি: | মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 17 বার পঠিত
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের রশিবপুর গ্রামে নিখোঁজের তিনদিন পর খাল থেকে কমেলা বেগম (৪০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভাঙ্গা থানা পুলিশ খবর পেয়ে রশিবপুরা খালের মাঝখান থেকে অর্ধ গলিত মরদেহটি উদ্ধার করে। সে ওই গ্রামের দলিল উদ্দিন খাঁর মেয়ে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকসেদুর রহমান জানান, গত তিন দিন আগে ওই গৃহবধূ বাড়ি থেকে নিখোঁজ হয়। আজ বিকালে স্থানীয় লোকজন রশিবপুরা খালের মাঝখানে কচুরিপানার ভেতর মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দিলে আমরা মরদেহটি উদ্ধার করি। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Posted ৮:৪২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com