এস এম নওশের: | মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 46 বার পঠিত
ড মাহমুদুর রহমান একজন অত্যন্ত মেধাবী ব্যাক্তিত্ব।তার জ্ঞ্যান প্রজ্ঞা দুরদর্শীতা ঈর্ষনীয়। তিনি বিগত সরকারের আমলে নিপীড়িত এবং নির্যাতিত হয়েছেন।জেলে ছিলেন বছরের পর বছর।এর পর বাধ্য হয়েছিলেন দেশ ত্যাগ করতে।দীর্ঘদিন তিনি প্রবাসে ছিলেন।সম্প্রতি তিনি এসেছিলেন অসুস্থ মৃত্যুপথ যাত্রী উনার বৃদ্ধা মা কে দেখতে।
দেশে আসার পর তিনি তার বিরুদ্ধে আনিত ভুয়া মামলা সজীব ওয়াজেদ জয় হত্যাচেস্টা মামলার হাজিরা দিতে তিনি গত ২৮ সেপ্টেম্বর রবিবার আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাকে জামিন না দিয়ে জেলে পাঠায়।অথচ একই মামলার আরেক আসামি সম্পাদক শফিক রেহমান কে কিন্তু মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।আজ তিন দিন হল জাতির এই মেধাবী সুর্য সন্তান জেলে।যা অত্যন্ত লজ্জা জনক।মাহমুদুর রহমানের এই জেলে যাওয়া স্মরন করিয়ে দেয় ১৯৭১ সালে স্বাধীন দেশে বীর মুক্তিযোদ্ধা মেজর জলিলের জেলে যাওয়া কে।
ড ইউনুস সাহেবের বিরুদ্ধে বিগত সরকার আনিত ভুয়া মামলা গুলো যদি প্রত্যাহার করে নেয়া হয় তাহলে মাহমুদুর রহমানের বিরুদ্ধে আনিত মামলা কেন প্রত্যাহার হবে না? এই প্রশ্ন সকলের।
Posted ৩:৩৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com