সরজমিনে গত কয়েক দিন ধরে চরভদ্রাসন উপজেলার জাকেরের সুরা, হাজিগঞ্জের মন্ডলডাঙ্গী গ্রামের বিল এলাকার কিছু কতিপয় ব্যক্তি বিলে আড়াআড়ি ভাবে মশারি জাতীয় নেটজাল ও বাঁশ দিয়ে বেড়া দিয়ে দেশি জাতীয় প্রজনীন মাছ বিপন্ন হচ্ছে।
ফরিদপুর জেলায় চরভদ্রাসন উপজেলায় হরিরামপুর ইউনিয়নের চর ঝাউকান্দার সালেপুর চর বিভিন্ন বিল-কোল এলাকায়, সদরপুর উপজেলার আকোটেররচর ইউনিয়নের বিভিন্ন কোল-বিল এলাকায় চর নাসিরপুর ইউনিয়নে বিল-কোলও পিয়াস খালি এলাকায় এবং ফরিদপুর সদর উপজেলার ডিগ্রীরচর বিল-কোলএলাকায় মধ্য শত শত চায়না দূয়ারীর মাধ্যমে অবাধ দেশীয় প্রজননী মাছ নিধন হচ্ছে।
এতে উপজেলা মৎস অফিস, মৎস্য সমবায় সমিতির কিছু নামধারী ব্যক্তিরস্বার্থ হাসিলের উদ্দেশ্য ব্যাপক হারে চায়না দুয়ারীতে দেশীয় প্রজনীন মাছ নিধনের সাথে জড়িত বলে অনেকেই অভিমত ব্যক্ত করেছেন।
উপজেলা প্রশাসনের নিরবতায়এবং বিভিন্ন নামসর্বোচ্চ নেতার ছত্রছায়া এবং মাছ উপঢোকনের মাধ্যমে শত চায়না দুয়ারীর মাধ্যমে ধ্বংস মুখে ধাবিত হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ। আকোটেরের পিয়াস খালি, পদ্মা নদীতে কোল- বিল এলাকায় ব্যাপক আকারে বৃদ্ধি পাচ্ছে দেশীয়প্রযুক্তিতে উদ্ভাবিত চায়না নামুক এক ধরনের দুয়ারী।
চায়না দুয়ারী এমন একটি প্রকল্প দেশীয় উদ্ভাবিতএকটি প্রকল্প এ চায়না দুয়ারীতে দেশের বিভিন্ন প্রজাতির মাছ নির্মূল হচ্ছে। দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ সংরক্ষণের জন্য মৎসঅধিদপ্তর প্রচেষ্টা লক্ষণীয় দেখা যাচ্ছে না।দেশীয়বিভিন্ন প্রজাতির বংশ বৃদ্ধির জন্য মৎস্য অধিদপ্তর কাজের উগ্রগামী একেবারে নেই বললেই চলে।
এ ব্যাপারে চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল বিন করিম কে গাজীরটেক ইউনিয়নের মন্ডল ডাঙ্গী গ্রামের বিল এলাকার বিলে আড়া-আড়ি ভাবে মশারির মতো নেট জাতীয় জালের মাধ্যমে বাঁশ দিয়ে বেড়া দিয়ে দেশীয় প্রজাতির মাছ নিধন করেছেপ্রশাসনের ভূমিকা নেই কেন?
তিনি আরো জানান, মৎস্য অফিস কে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিচ্ছি। গাজীরটেক ইউনিয়ন এলাকায় বিভিন্ন কোলে কুদ্দুস মন্ডল,আয়নাল শেখ,সেক সেকেনকিছু অসাধু প্রভাবশালীদের নিয়ে বিভিন্ন কোলে বাঁধ দিয়ে দেশীয়বিভিন্ন প্রজাতির মাছ নিধন করছ।
এ ব্যাপারে চরভদ্রাসন উপজেলা মৎস্য অফিসার মোস্তাফিজুর রহমান এলাকায় বাঁধ দিয়ে দেশীয় প্রজাতির বিপন্ন মাছ নিধন কারীদেরবিরুদ্ধে আইনানুগব্যবস্থা নেওয়া হবে বলে গত বুধবার সরজমিন গিয়ে বলেছেন।
জেলা মৎস্য অফিসার প্রশান্ত কুমার জানিয়েছেন আরাআরি ভাবে কোলে বাঁধ দিয়ে মাছ ধরা সম্পূর্ণ বেআইনি তবে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন। এ ব্যাপারে এলাকাবাসী ও সুশীল সমাজ দেশে প্রজাতির মাছ বংশ বৃদ্ধির জন্য ও অবৈধ চায়না দুয়ারীএবং আড়া-আড়ি ভাবে বাঁধধ্বংসেপ্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি করছে।