মাসুদ রায়হান: | বুধবার, ০২ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 45 বার পঠিত
উঠানে পানি, তীব্র তাপদহ তার সাথে বিদ্যুতের ভেলকি বাজিতে জনজীবন বিপর্যস্ত মনিরামপুরের মানুষ। দিনে রাতে ৫/৬ ঘন্টা থাকছে বিদ্যুৎ বিহীন দুই তিন ঘটনা পর পর হচ্ছে লোডশেডিং একবার লোডশেডিং হলে এক থেকে দেড় ঘন্টা পরে আসছে বিদ্যুৎ আবার দুই এক ঘন্টা পরে আবার শুরু হচ্ছে লোডশেডিং এভাবেই চলছে বিদ্যুতের ভেলকি বাজি। ফলে রাতে ঘুমহীন ভাবে কাটছে মানুষের যার ফলে কায়িকশ্রমের মানুষেরা দিনের বেলায় কাজ করতে পারছেনা চোখে নেশার মতো ঘুম ঘুম ভাব ফলে অনেকে অসুস্থ হয়ে পড়ছে।
এবিষয়ে নেহালপুর বিদ্যুৎ সাবস্টেশনের কর্মকর্তা জানন আমরা চাহিদা অনুযায়ী অর্ধেক বিদ্যুৎ ও পাচ্ছি না তিনি বলেন পিক আওয়ারে চাহিদা ৬ মেগাওয়াট সেখানে পাচ্ছি ৩.৭ আর অপ পিকআওয়ারে চাহিদা ৩.৮ সেখানে পাচ্ছি ২.৫। যার ফলে এমন হযবরল অবস্থা সৃষ্টি হচ্ছে।
তবে সচেতন মহল বিষয়টি মনে করেন হয়তো গত স্বৈরশাসকের প্রেতাত্মারা মনিরামপুরের বিদ্যুৎ অফিস নিয়ন্ত্রণ করছে তা না হলে এমন অবস্থা সৃষ্টি হওয়ার কথা না তাই তারা বিষয় টি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের আধ্যমে শুষ্ট সমাধানের জন্য তাগিত জানিয়েছেন।
Posted ৮:০৮ পূর্বাহ্ণ | বুধবার, ০২ অক্টোবর ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com