শুক্রবার ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রাজবাড়ী থেকে প্রকাশিত পত্রিকা “দৈনিক রাজবাড়ী কন্ঠে” প্রকাশকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে ফরিদপুর সাংবাদিক জোটের প্রতিবাদ সভা

আব্দুস সালাম মোল্লা।   |   বুধবার, ০২ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   24 বার পঠিত

রাজবাড়ী থেকে প্রকাশিত পত্রিকা “দৈনিক রাজবাড়ী কন্ঠে” প্রকাশকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে ফরিদপুর সাংবাদিক জোটের প্রতিবাদ সভা

রাজবাড়ী জেলা থেকে প্রকাশিত “দৈনিক রাজবাড়ী কণ্ঠের” প্রকাশক প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান খানের বিরুদ্ধে দায়ের হওয়া দুটি ষড়যন্ত্রমুলক  হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে ফরিদপুর “জেলা সাংবাদিক জোট” রোববার প্রতিবাদ সভা করেছেন।

এ সভায়, জেলার ৯ উপজেলার  একাধিক প্রিন্ট  পত্রিকা ও অনলাইন পত্রিকার প্রকাশক সম্পাদক এবং  উপজেলার বিভিন্ন পত্রিকার উপজেলা সংবাদদাতাগন উপস্থিত ছিলেন।  সকাল ১২ টায়, এই প্রতিবাদ সভা শুরু হয়ে টানা দুই ঘন্টা আলোচনা চলে।

প্রতিবাদ সভার সভাপতিত্ব করেন, নগরকান্দা প্রেসক্লাবের সদস্য “দৈনিক মানব জমিন” পত্রিকার  নগরকান্দা প্রতিনিধি জেলা সাংবাদিক জোটের নেতা মোঃ লিয়াকত আলী, সভায় বক্তব্য রাখেন,  মোঃ শাহজাহান হেলাল মধুখালি উপজেলা সংবাদদাতা দৈনিক মানব কন্ঠ “,মোঃ আলমগীর হোসেন প্রতিদিনের খবর,মোঃ সজিব মোল্লা” দৈনিক মুক্ত খবর”,মোঃ ফয়সাল হোসেন “দৈনিক খোলা কাগজ”,মোঃ আরিফুল ইসলাম, দৈনিক নাগরিক দাবি, মোঃ আঃ ছালাম,দৈনিক মানব কন্ঠ”সদরপুর, মোঃ রুবেল  চোকদার” দৈনিক মুক্তখবর” ভাঙ্গা,,মোঃ জাকির হোসেন দৈনিক নওরোজ” সালথা, মোঃ ইয়াকুব আলী তুহিন দ্বীপ্ত টিভি” ফরিদপুর জেলা সংবাদদাতা, মোঃ তামিম ইসলাম ” বৈশাখি টেলিভিশন,, ফরিদপুর জেলা সংবাদদাতা,  প্রতিনিধি সহ প্রায় ২০/২৫ জন সাংবাদিক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন।

বক্তরা, “দৈনিক  রাজবাড়ী কন্ঠের” প্রকাশক প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান এর বিরুদ্ধে দায়ের হওয়া  দুটি  ষড়যন্ত্রমুলক হত্যা মামলা প্রত্যাহারে সরকারের সংশ্লিষ্ট সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।

সর্ব শেষ,  “ফরিদপুর জেলা সাংবাদিক জোটের” জেলা শাখার সভাপতি ও সভার প্রধান বক্তা এবং ফরিদপুর থেকে প্রকাশিত ” দৈনিক নাগরিক দাবি ” পত্রিকার প্রকাশক ও নির্বাহী সম্পাদক লায়ন, মোঃ হায়দার খান তার বক্তব্যে  বলেন, সরকারের নিতীনির্ধারকদের প্রতি আমি হুশিয়ারি উচ্চারণ করে বলছি,  আগামী ৭ দিনের মধ্যে প্রকাশক মনিরুজ্জামানের নামে হয়রানিমুলক মামলা দুটি প্রত্যাহার করা না হলে বৃহওর ফরিদপুর  সহ দঃপঃ অঞ্চলের সাংবাদিক জোট নেতৃবৃন্দকে সাথে নিয়ে লাগাতার আন্দোলনের ডাক দেওয়া হবে।

উল্লেখ্য, গত ১৯ জুলাই পর্যন্ত ২২ জুলাই পর্যন্ত প্রকাশক মনিরুজ্জামান  তিনি চোখের চিকিৎসা করানোর জন্য দেশের বাহিরে ছিলেন। এর পর তিনি ওমরা হজ্ব পালনের উদ্দেশ্যে গত ৬ আগষ্ট থেকে ১২ আগষ্ট পর্যন্ত পবিত্র  মক্কা শরীফে অবস্হান করছেন।

অথচ ষড়যন্ত্রকারী নিজের তার অবস্থান নিশ্চিত না করে,ঢাকা মোহম্মদপুর সাভার থানায়  মনগড়া দুটি হয়রানিমুলক  মামলা করছেন বলে ফরিদপুরের সাংবাদিক জোট নেতারা মনে করেন।

প্রকাশ থাকে যে জনাব মনিরুজ্জামান গত ৫ আগষ্ট নিজে ঢাকার উওরায়র রাজ পথে তিনি নিজে “বৈষম্যবিরোধী ছাত্র জনতার মধ্য পানি পান, সরবত,জুস খাওয়ানোর ব্যবস্হা করেন যাহা নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:১৫ পূর্বাহ্ণ | বুধবার, ০২ অক্টোবর ২০২৪

bangladoinik.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

https://prothomalo.com
https://prothomalo.com

এ বিভাগের আরও খবর

https://prothomalo.com
https://prothomalo.com
সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

2nd floor, Opposite building of Muradnagar Thana gate, Muradnagar-3540, Bangladesh

01941702035, 01917142520

bangladoinik@gmail.com

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com