সাজ্জাদ হোসেন সাজু: | বুধবার, ০২ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 14 বার পঠিত
ফরিদপুরের সদরপুর উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন গাছের চারা রোপণ কর্মসূচী শুরু করেছে মানবসেবা একতা সংঘ।মাসব্যাপী চলবে এই কার্যক্রম।
মঙ্গলবার (০১ই অক্টোবর) উপজেলার চন্দ্রপাড়া ট্রলার ঘাট থেকে গাছের চারা রোপণ কর্মসূচি শুরু করা হয়। উপজেলার বিভিন্ন গ্রামে, স্কুলে,মাঠে ও নদীর তীরে বনজ, ফলজ ও ঔষধি গাছ রোপণ করা হবে ।
ঢেউখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বয়াতির সভাপতিত্বে, চন্দ্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হায়দার হোসেন এর সঞ্চালনায় ও মানবসেবা একতা সংঘের সমন্বয়ক মোঃ সাহিন এর তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা নিবার্হী অফিসার আল মামুন।
আরো উপস্থিত ছিলেন ফরিদপুরের মোল্লা ফিড এর কর্ণধার ইন্জিনিয়ার মোঃ ফিরোজ হোসেন মোল্লা, সদরপুর উপজেলা বিএনপি’র নেতা মামুন খান, চন্দ্রপাড়া উচ্চ বিদ্যালয়ের সার্বেক প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন (আলমগীর মাস্টার), চন্দ্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সার্বেক প্রধান শিক্ষক মোঃ হামেদ মোল্লা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, যুব সমাজ ও সাংবাদিকরা।
বৃক্ষরোপন কর্মসূচিতে আমন্ত্রিত অথিতিরা গাছের প্রয়োজনীয়তা উল্লেখ করে আলোচনা করেন। আলোচনা শেষে প্রধান অতিথির বৃক্ষরোপণ এর মাধ্যমে কর্মসূচির ঘোষণা দেন।
Posted ৮:০৪ পূর্বাহ্ণ | বুধবার, ০২ অক্টোবর ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com