মো: সৌরব | শুক্রবার, ১৭ মে ২০২৪ | প্রিন্ট | 120 বার পঠিত
জাসদের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও নেতা সাবেক এমপি অধ্যাপক হুমায়ুন কবির হিরু মারা গেছেন।
প্রবীণ এই রাজনীতিক ও লেখক শুক্রবার দিবাগত রাত ১টা ৩ মিনিটের দিকে বেতাগী হাসপাতালে মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না …. রাজিউন)।
জানা যায়,উচ্চরক্তচাপে অসুস্থ হয়ে রাত ১২ টায় তিনি ঐ হাসপাতালে ভর্তি হয়ে ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় মারা যান। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, তিন কন্যা ও ৮ ভাইবোন সহ অগনিত আত্মীয় স্বজন রেখে যান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক এমপির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে।
হুমায়ুন কবির হিরু বরগুনা-১ (বেতাগী- বরগুনা) আসনের সাবেক এমপি, ঢাকা মর্ডাণ কলেজের সাবেক অধ্যক্ষ, হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক অধ্যাপক, জাতি সংঘের শিশু অধিকার ফোরাম‘র বাংলাদেশ অংশের সাবেক পরিচালক, মুজিব বাহিনীর কমান্ডার এবং তিনি প্রখ্যাত রাজনীতির বাহিরেও সমাজ সংস্কারক হিসেবে অসংখ্য সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।
মরহুমের নামাজের জানাজা বাদ আসর বেতাগী পৌর শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠান শেষে তার বাড়ি উপজেলার বেতাগী পৌরসভার ৮ নং ওয়ার্ডে পারিবারিক কবরস্থানে রাস্ট্রীয় মর্যাদায় তাকে সমাাহিত করার কথা রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
তার মৃত্যুতে প্রয়াত এই নেতার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ ও তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন বিভিন্ন সংগঠন।
Posted ১১:৩৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৭ মে ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com