মোফাজ্জল হোসেন | সোমবার, ২৭ মে ২০২৪ | প্রিন্ট | 647 বার পঠিত
এই বৃষ্টি…..
যেন প্রভূর অপূর্ব সৃষ্টি।
মাঝে মাঝে হয় মুষলধারে,
কেউ কোথায় যেতে নাহি পারে।
শুধুই মনে হয় পুরোনো দিনের কথা,
আর হৃদয়কে দিয়ে যায় ব্যাথা।
প্রেমিক চায় প্রিয়জনের সান্নিধ্য পেতে,
এবং চায়ের চুমুকে হারিয়ে যেতে।
গায়ের রাস্তা ভরে যায় কাদায়,
ধুলাবালি মাখা রাস্তা করে দাবি আদায়।
প্রকৃতি ফিরে পায় তার প্রাণ ,
যা দেখতে কবিরা বাহিরে যান।
নকশীকাঁথার জাতাঁকলে আটকে যায় দেহ,
জরুরি কাজেও ডেকে তুলতে পারে না কেহ
টিনের চালায় বৃষ্টির টাপুর শব্দ,
হৃদয়কে করে দেয় স্তব্দ।
কেউ থাকে অনন্য খাবারের স্বাদে,
কেউবা খালি পাতিল ধরে কাঁদে।
উচ্চবিত্ত উপভোগ করে,
নিম্মবিত্ত অনাহারে মরে।
Posted ৮:৪৬ পূর্বাহ্ণ | সোমবার, ২৭ মে ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com