মঙ্গলবার ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বাংলাদেশী নাগরিকদেরকে ভারতীয় ভিসা মুক্ত করার দাবিতে মানববন্ধন

ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধি   |   রবিবার, ২১ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   340 বার পঠিত

বাংলাদেশী নাগরিকদেরকে ভারতীয় ভিসা মুক্ত করার দাবিতে মানববন্ধন

২০জানুয়ারি শনিবার বিকাল ৩ টায় আন্তর্জাতিক মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগরের উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে বাংলাদেশি নাগরিকদেরকে ভারতীয় ভিসা মুক্ত করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি এম এ হাশেম রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন (বাপসা) কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মোহাম্মদ ইদ্রিস আলী। মানববন্ধনে বক্তব্য রাখেন আইএইচআরসি চট্টগ্রাম বিভাগের সমন্বয়কারী আমির হোসেন খান, চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক তাহেরা আক্তার শারমিন, সদস্য সচিব এস এম কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবু তৈয়ব, মো. জসিম উদ্দিন, মো. আব্দুল রহিম, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো: মঈনুদ্দীন আহমদ, চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক সৈয়দ মোস্তফা আলম মাসুম।

বিভাগীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ তৌহিদুল করিম তৌহিদ ও চট্টগ্রাম উত্তর জেলার সদস্য সচিব মোঃ আওরঙ্গজেব খান সম্রাট এর যৌথ পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন সরকারি কর্মকর্তা আবু মোহাম্মদ হোসেন চৌধুরী, চট্টগ্রাম মহানগরের সমন্বয়কারী নুরুল আবসার তৌহিদ, বিএলএফ-এর মহানগর সাধারণ সম্পাদক আবু আহমদ মিয়া, উত্তর জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসান বিন ইউসুফ, যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী, সিনিয়র যুগ্ম সচিব মোঃ ইউনুস তালুকদার, জয়নাল আবেদীন মঞ্জু, আমিনুল ইসলাম পারভেজ, রফিকুল ইসলাম, সোহেল চৌধুরী, আবু বক্কর সিকদার, মিসেস তাহেরা মহরম, এড. তানহা মহরম, শামসুন্নাহার শারমিন সরকার, জোহরা বেগম, মিসেস মুন্নি, মাসুদুর রহমান কমল, মো. রুবেল, মো. জাহাঙ্গীর আলম, মো. মনসুর, মোশাররফ হোসেন মাসুদ, মো. রাজীব প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ড. মাহফুজুর রহমান বলেন, ১৯৪৭ সাল থেকে ১৯৫৩ সাল পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশী নাগরিকদের জন্য ভারতীর ভিসা উন্মুক্ত করার বক্তব্য বিভিন্ন সময়ে রেখেছেন। কিন্ত অদ্যাবধি এই প্রক্রিয়াটি কার্যকর করার জন্য স্বাধীনতার পরবর্তী কোন সরকারই উদ্যোগ গ্রহণ করে নাই। তাই অনতিবিলম্বে বাংলাদেশী নাগরিকদের জন্য ভারতীয় ভিসা মুক্ত করার জন্য বাংলাদেশস্থ ভারতীয় দূতাবাসের হাই কমিশনারের নিকট আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. ইদ্রিচ আলী বলেন, বাংলাদেশের মানুষকে প্রকৃত স্বাধীনতা দিতে হলে মৌলিক অধিকারগুলোকে প্রান্তিক জনগোষ্ঠীর দুয়ারে পৌঁছে দিতে হবে। সভাপতি বক্তব্যে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি এম এ হাশেম রাজু বলেন, বাংলাদেশী নাগরিকদের জন্য ভারতীয় ভিসা মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের সংগঠনের কর্মসূচি অব্যাহত থাকবে। চট্টগ্রাম সহ দেশব্যাপি গ্যাস সংকট চরমভাবে বিপর্যস্ত। মানুষের ঘরে ঘরে অর্ধাহারে অনাহারে মানবিক বিপর্যয় চলছে। গ্যাস সংকটের পাশাপাশি দীর্ঘদিন যাবত নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সকল শ্রেণির মানুষ দিশেহারা। তাই অনতিবিলম্বে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ করে গ্যাস সংকটের সমাধান করে দেশের মানুষের দুর্ভোগ কমানোর আহ্বান জানান।

Facebook Comments Box

Posted ৪:০২ পূর্বাহ্ণ | রবিবার, ২১ জানুয়ারি ২০২৪

bangladoinik.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

https://prothomalo.com
https://prothomalo.com

এ বিভাগের আরও খবর

https://prothomalo.com
https://prothomalo.com
সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

2nd floor, Opposite building of Muradnagar Thana gate, Muradnagar-3540, Bangladesh

01941702035, 01917142520

bangladoinik@gmail.com

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com