
সোহাগ ইসলাম নীলফামারী | রবিবার, ২৮ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | 530 বার পঠিত
জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে শীতার্তদের মাঝে নীলফামারী জেলা আওয়ামী লীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের
রোববার (২৮জানুয়ারি) বিকাল ৫ টায় নীলফামারীর কেন্দ্রীয় শহীদ মিনারে নিম্ন আয়ের মানুষদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, এম.পি. । এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ সবসময় জনগণের পক্ষে আছে সাথে আছে। শীতবস্ত্র ও বিভিন্ন সাহায্য সহযোগিতা দিয়ে জনগণের পাশে আছে আওয়ামী লীগ। তা ছাড়া জাতীয় পার্টি ও বিএনপি কেউ নাই। বিএনপি গতকাল কালো পতাকা মিছিল বের করছে। জনগণ বিএনপিকে নির্বাচনে কালো পতাকা দেখিয়ে দিয়েছে। বিদেশিদের কাছে ধন্না দিয়ে লাভ হয়নি, বিদেশিরাও লাল কার্ড দেখিয়ে দিয়েছেন।
এ সময়ে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাজীবন এ দেশের মানুষের জন্য কাজ করে গেছে। মানুষে ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন। আপনারা তার জন্য দোয়া করবেন।
তিনি বলেন, এই শীতে আপনারা কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি প্রধানমন্ত্রীর বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে।
নীলফামারী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদের চেয়ারম্যান মমতাজুল হকের সঞ্চালনায়, এতে বিশেষ অতিথি ছিলেন, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক, সুজিত রায় নন্দী, ফরিদুন্নাহার লাইলী, আমিনুল ইসলাম আমিন, এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, শাহাবুদ্দিন ফরাজীসহ নীলফামারীর জেলার বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।।
Posted ২:২৩ অপরাহ্ণ | রবিবার, ২৮ জানুয়ারি ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com