ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, কাজীর দেউরী,চট্টগ্রাম , ১৪ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ,সোমবার বাংলাদেশ বৌদ্ধ সমিতি আয়োজিত প্রয়াত পূজনীয় সংঘরাজবৃন্দ,চট্টগ্রাম বৌদ্ধ বিহারের প্রয়াত পূজনীয় অধ্যক্ষবৃন্দ ও বাংলাদেশ বৌদ্ধ সমিতি’র প্রয়াত নেতৃবৃন্দের পারলৌকিক নির্বাণ সুখ কামনায় অষ্টপরিস্কারসহ সংঘদান ও একুশে পদকে ভূষিত অগ্রমহাপণ্ডিত, শাসনশোভন,জ্ঞানভানক মহামান্য ত্রয়োদশ সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবির’র ১০০তম জন্মদিন উদযাপন করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।অনুষ্ঠানের উদ্ভোধক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহঃসভাপতি প্রজ্ঞাসারথী ভদন্ত প্রজ্ঞানন্দ মহাস্থবির ।এছাড়া উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ শাসনভাস্কর ভদন্ত শাসনপ্রিয় মহাস্থবির । বাংলাদেশ বৌদ্ধ সমিতির বহু গণমান্য লোক এতে উপস্থিত ছিলেন।