
ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধি | সোমবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 869 বার পঠিত
চট্টগ্রামে বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন( সিআরএ ) ৫ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য মিলন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল, ফুল দিয়ে অতিথিদেরকে বরণ ,অনুষ্ঠান উদ্বোধন, প্রদর্শনী আলোচনা সভা , কেক কাটা ও সহ দোয়া মাহফিল।
চতুর্থতম বর্ষ শেষ করে পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে চট্টগ্রাম নগরীর একটি স্বনামধন্য হলরুমে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
মোঃ আশরাফ উদ্দীনের সঞ্চালনা ও সংগঠনের সভাপতি সোহাগ আরেফিনের সভাপতিত্বে আব্দুল কাদের রাজু এর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সংগঠনের আলোচনা সভা শুরু করা হয়।
এ সময় সংগঠনের সভাপতি সোহাগ আরেফিনের বক্তব্যে তিনি দিকনির্দেশনা মূলক ও সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করে বক্তব্য রাখেন।
এসময় আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন লিটন, এছাড়াও মোঃ আজিজুল ইসলাম আজিজ, মোঃ নুরুল আমিন খোকন, লায়ন ওসমান সারওয়ার, মোঃ বেলাল হোসেন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
আলোচনা সভায় সংগঠনের সভাপতি সোহাগ আরেফিন ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিটনের স্বাক্ষরিত লিখিত নোটিশের মাধ্যমে ও মৌখিকভাবে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণার পাশাপাশি নতুন করে সাত জনের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনের কার্যক্রম সঠিকভাবে পরিচালনার লক্ষ্যে আগামী ২৫শে ফেব্রুয়ারি নির্বাচন করে ভোট গ্রহণের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলেও ঘোষণা দেন সংগঠনটির সাবেক সভাপতি সোহাগ আরেফিন। এ সময় ৫ জনকে নির্বাচন আয়োজক কমিটির সদস্য করে একটি কমিটি ঘোষণা করেন তিনি।
এসময় মোঃ আজিজুল ইসলাম আজিজ আহ্বায়ক ও লায়ন ওসমান সারওয়ার সদস্য সচিব, এবং নাছির উদ্দিন লিটন, মোঃ রুবেল, মোঃ বেলাল উদ্দিন, মোঃ রাশেদুল ইসলাম মোঃ আশরাফ উদ্দীন কে সদস্য করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
এবং নুরুল আমিন খোকন, আব্দুল কাদের রাজু, মোঃ জসিম উদ্দিন, সাইফুদ্দিন রমিজ ও রবিউল হোসেন কে সদস্য করে নির্বাচন আয়োজক কমিটি ঘোষণা করা হয়।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ নূরুল আমিন সোহেল,রুবেল দাশ, মুরাদ হোসেন বিপ্লব, মোহাম্মদ রবিউল হোসেন, মোঃ নজিবুল হক, মোঃ সাজ্জাদ হোসাইন মোঃ জুনায়েদ হাসান, আবুল হাসনাত মিনহাজ, মাহমুদ আল মামনুন (মারুফ), মোঃ এবাদুল হক প্রমুখ।
Posted ৬:৩১ পূর্বাহ্ণ | সোমবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com