
মেহেদী হাসান (শেরপুর প্রতিনিধি) : | বৃহস্পতিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 211 বার পঠিত
শেরপুরে জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। খেলার শুরুতে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়ানো এবং মশাল প্রজ্জ্বলিত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহাম্মেদ, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান তুলি, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, শ্রীবর্দী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার প্রমুখ।
প্রতিযোগিতায় বালক-বালিকার পৃথক ৫০ ও ১০০ মিটার দৌড়, বিস্কুট দৌড়, চকলেট দৌড়, গণিত দৌড়সহ মোট ৬টি গ্রুপে ৩০টি ইভেন্টে বালক-বালিকা ও কর্মচারীরা অংশ নেয়। পরে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Posted ১১:২৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com