
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: | মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 302 বার পঠিত
১৬ ডিসেম্বর, সোমবার ২০২৪, বাংলাদেশ-কানাডা অ্যাসোসিয়েশন, উইন্ডসর-এসেক্স (BCAWE) সিটি হল স্কোয়ারে বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পতাকা উত্তোলন অনুষ্ঠান আয়োজন করে। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিজয় এবং ত্যাগের স্মরণে অনুষ্ঠিত হয়, যেখানে সাহসী মুক্তিযোদ্ধাদের এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
BCAWE-এর সভাপতি মোঃ শামীম মমতাজ এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ জালাল উদ্দিনের পরিচালনায় এই অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ছিলেন সিটি কাউন্সিলর এড স্লেইমান(মেয়র ড্রিউ ডিলকিন্সের প্রতিনিধি), প্রাদেশিক সংসদ সদস্য লিসাগ্রেটজকি, সিটি কাউন্সিলর জিম মরিসন এবং অ্যাঞ্জেলো মারিগনানি, উইন্ডসর পুলিশ প্রধান জেসন বেলায়ার, শাকিল খন্দকার সহ বাংলাদেশি কমিউনিটি ও অন্যান্য কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গ সহ সিটি অফ উইন্ডসর এবং উইন্ডসর পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি BCAWE-এর সভাপতি মোঃ শামীম মমতাজের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হয়, যেখানে তিনি মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধানিবেদন করেন। এরপর সিটি কাউন্সিলর এড স্লেইমান বাংলাদেশের পতাকা উত্তোলন করেন এই সময় বাজতে থাকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত। এরপর বাজানো হয় কানাডার জাতীয় সঙ্গীত।
উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ জালাল উদ্দিন এরপর সম্মানিত অতিথি এবং সম্প্রদায়ের সদস্যদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন। তিনি সবাইকে স্মরণ করিয়ে দেন যে বিজয় দিবস ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়ের স্মারক, যা সকল বাংলাদেশির জন্য অত্যন্ত গর্ব এবং তাৎপর্যপূর্ণ একটি দিন।
অনুষ্ঠানটি বাংলাদেশের ইতিহাস শহীদ এবং বীরদের স্মরণ করার মাধ্যমে শেষ হয়। উদ্দিন ঐক্য, বৈচিত্র্য এবং সাংস্কৃতিক গর্বের মূল্যবোধকে গ্রহণ করার গুরুত্ব তুলে ধরেন যা মুক্তিযোদ্ধারা রক্ষা করেছিলেন। “একসাথে, আমরা এমন একটি সম্প্রদায় গড়ে তুলতে চাই যা আমাদের অতীতকে সম্মান করে এবং উজ্জ্বল এবং অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের দিকে এগিয়ে যায়,” তিনি আন্তরিকভাবে ঘোষণা করেন, বাংলাদেশ এবং কানাডা দীর্ঘজীবী হোক। অনুষ্ঠানটি উইন্ডসর শহরের বাংলাদেশি সম্প্রদায়ের অবিচল আত্মা এবং দৃঢ়তার একটি মর্মস্পর্শী স্মারক ছিল, যা সকল অংশগ্রহণকারীদের মধ্যে ঐক্য এবং গর্বের অনুভূতি জাগিয়ে তোলে।
Posted ৮:৪৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com