মঙ্গলবার ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

যুক্তরাষ্ট্রে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন অব মিশিগানের আয়োজনে মহান বিজয় দিবস ও পিঠা উৎসব উদযাপিত

কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি:   |   বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   77 বার পঠিত

যুক্তরাষ্ট্রে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন অব মিশিগানের আয়োজনে মহান বিজয় দিবস ও পিঠা উৎসব উদযাপিত

যুক্তরাষ্ট্রে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন অব মিশিগানের আয়োজনে মহান বিজয় দিবস ও পিঠা উৎসব উদযাপিত।

রবিবার (২২ডিসেম্বর ২০২৪ ইং) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটির দেশী হলে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পিঠা উৎসব ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন অব মিশিগান ইনক’। জাতীয় পতাকা উত্তোলন ও সমবেত কন্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের শুরু হয়।

উক্ত সংগঠনের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেয় এসোসিয়েশনের উপদেষ্টা ধর্মানন্দ মহাপ্রভু ,হেমট্রামিক সিটি কাউন্সিলর মোহাম্মদ কামরুল হাসান, বাবু প্রনব কুমার দাস। আলোচনা সভাটি সঞ্চালনা করেন গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন অব মিশিগান ইনক’ এর সাধারণ সম্পাদক এম ডি ফিরোজ ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীন, বিজয়ের এই দিনে সেই সকল মহান শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

এ সময় তারা স্বাধীনতার গৌরবময় ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য সকলের প্রতি আহবান জানান। সেই সাথে বক্তারা জাতীয় দিবস সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে সংগঠনের বিভিন্ন পদক্ষেপের ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

সভাপতির বক্তব্যে গিয়াস তালুকদার সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রবাসে অনেক ব্যস্ততার মাঝেও বিজয়ের এই দিনে আপনারা সবাই এসেছেন সেজন্য সংগঠনের পক্ষ থেকে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং অনুষ্ঠানকে সফল করার জন্য আমার অন্তরের অন্তস্থল থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি। আগামীতেও এসোসিয়েশনের নানা কার্যক্রমে আপনাদের সাথে পাবো এই আশাবাদ ব্যক্ত করছি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন অব মিশিগান ইনক’র উপদেষ্টা প্রজিত বড়ুয়া, রনজয় বড়ুয়া, সহ সভাপতি অপরেশ বড়ুয়া, তাপস বড়ুয়া, মুহাম্মদ হোসাইন চৌধুরী, সহ সাধারণ সম্পাদক কপতাক্ষ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক আশিষ ধর, সহ সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী সুমন, সাংস্কৃতিক ও প্রচার সম্পাদক কানন বড়ুয়া, সহ-সাংস্কৃতিক ও প্রচার সম্পাদক মোহাম্মদ আমজাদ, কোষাধ্যক্ষ অপু বড়ুয়া, দপ্তর সম্পদাক মুহাম্মদ খোরশেদ আলম, মহিলা সম্পাদিকা শিম্পু বড়ুয়া এবং কার্যকরী সদস্য শাওন বড়ুয়া।

সাংস্কৃতিক ও প্রচার সম্পাদক কানন বড়ুয়ার পরিচালনায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্থানীয় শিল্পীদের সংগীত পরিবেশনের সাথে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন অব মিশিগান ইনক’র সদস্যরাও নাচে গানে মেতে উঠেন। এ সময় এক উৎসব মুখর পরিবেশে বিজয় দিবসের স্বাদ গ্রহণ করেন মিশিগানে বসবাসরত বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ আগতো অতিথিরা। বিজয় উৎসবে অতিথিদের আপ্যায়নের দায়িত্বে ছিলেন মো. কামরুজ্জামান, অজিত বড়ুয়া সহ আরো অনেকে ।

অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিল সংগঠনের মহিলা সদস‍্যাদের নিপুণ হাতে তৈরি করা দেশীয় নানা রকম পিঠা পুলি ও বিরিয়ানি। এ যেনো বিদেশের মাটিতে এক বংগলীয়ানা। নানান সাজে সজ্জিত একেকটি বাঙ্গালী রসনা বিলাস । অংশগ্রহণকারীদের সংগঠনের পক্ষ থেকে অনুপ্রাণিত করার জন‍্য উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে শিল্পীদের তালিকায় ছিলেন এবং গান পরিবেশন করেন
আফছিন, আমজাদ হোসেন চৌধুরি, বৃষ্টি বড়ুয়া, রোমা বড়ুয়া, নিখিল বড়ুয়া, কানন বড়ুয়া, শিপু গজনবী।
হারমোনাইজ্ড এ ছিলেন গিয়াস তালুকদার, মিল্টন বড়ুয়া। নৃত‍্য পরিবেশন করেন মহুয়া দাশ, নিবেদিতা বড়ুয়া, সুদিপ্তা বড়ুয়া রিমু,নবনিতা বড়ুয়া আদুরী। মিউজিসিয়ান হিসেবে ছিলেন কানন বড়ুয়া- হারমোনিয়াম, বন্ধন বড়ুয়া অপু – তবলা, আকাশ চক্রবর্তী- গিটার, নিখিল বড়ুয়া- মন্দিরা। ইন্সট্রুমেন্টাল বাজিয়েছেন কামাল উদ্দিন ছালেহ (হাওয়াইন গিটার) শিপু গজনবী (একস্টিক গিটার) সাংস্কৃতিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাওন বড়ুয়া।

Facebook Comments Box

Posted ৭:৪৭ পূর্বাহ্ণ | বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

bangladoinik.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

https://prothomalo.com
https://prothomalo.com

এ বিভাগের আরও খবর

https://prothomalo.com
https://prothomalo.com
সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

2nd floor, Opposite building of Muradnagar Thana gate, Muradnagar-3540, Bangladesh

01941702035, 01917142520

bangladoinik@gmail.com

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com