![bangladoinik.com](https://bangladoinik.com/wp-content/uploads/2023/07/main_logo.png)
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি | মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ | প্রিন্ট | 1514 বার পঠিত
রোববার বিকালে যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটের বাংলা টাউনে এই প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয় মিশিগানে নর্থ আমেরিকান বাংলাদেশি ফেস্টিভ্যাল উপলক্ষে মেলার আয়োজক কমিটি এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
আগামী ২৮, ২৯ ও ৩০ জুলাই দুপুর ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ২২ তম নর্থ আমেরিকান বাংলাদেশি ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যালে বাংলাদেশ সহ নর্থ আমেরিকা একঝাঁক জনপ্রিয় কন্ঠশিল্পী ও তারকারা অংশগ্রহণ করবেন এবং মেলাতে মুল আকর্ষণ নগর বাউল জেমস এবং রিজিয়া পারভিন গান পরিবেশন করবেন। ৩ দিনের এই মেলাতে দেশি খাবার, পোশাক সহ নানা ধরনের ষ্টল থাকবে। এছাড়া মেলাতে আগতো দর্শনার্থীদের জন্য থাকবে আকর্ষনীয় রেফেল ড্র প্রথম পুরস্কার হিসেবে থাকছে একটি গাড়ি এবং ২য় পুরস্কার হিসেবে থাকছে ডেট্রয়েট টু ঢাকা এয়ার টিকেট সহ আকর্ষণীয় সব পুরস্কার। ১০০ হাজার ডলার বাজেটের এই ফেস্টিভ্যালের বিস্তারিত বিষয় গুলো তুলে ধরেন আয়োজকরা। প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন সাকের উদ্দিন সাকের, নাসির সবুজ, খালেদ হোসেন, রায়হান উদ্দিন, মুশারফ আহমদ, হেলাল মিয়া, লিয়াকত আলী, বিপ্লব হোসেন, সালেহ আহমদ বাদল, বকুল তালুকদার, আরিফ আরমান জিসান সহ আরো অনেকে।
Posted ১:০১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com