সোমবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দুর্যোগকালে রেড ক্রিসেন্টের ভূমিকা প্রশংসনীয় :- মেয়র ডা. শাহাদাত

ইসমাইল ইমন   |   সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   82 বার পঠিত

দুর্যোগকালে রেড ক্রিসেন্টের ভূমিকা প্রশংসনীয় :- মেয়র ডা. শাহাদাত

প্রাকৃতিক দুর্যোগ কিংবা মানবিক সংকটের যে কোনো পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে রেড ক্রিসেন্ট সোসাইটির ভূমিকা অনন্য বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম রেড ক্রিসেন্ট ইউনিটের সভাপতি ডা. শাহাদাত হোসেন। সোমবার ১৩ জানুয়ারী নগরীর টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে আয়োজিত চট্টগ্রাম রেড ক্রিসেন্ট ইউনিটের নবগঠিত কমিটির প্রথম সভায় তিনি এসব কথা বলেন।খবর তথ্য বিবরণী। চসিক মেয়র বলেন, রেড ক্রিসেন্টের সাথে আমার সম্পর্ক দীর্ঘদিনের। আমি ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত রেড ক্রিসেন্ট হাসপাতালের দায়িত্বে ছিলাম।

ভঙ্গুর এই প্রতিষ্ঠানটিকে আমি নিজের পায়ে শক্তিশালী করে দাঁড় করিয়েছিলাম। ইনশাল্লাহ আমার আগের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রেড ক্রিসেন্টকে মানবিক সেবায় আরো বেশি বেগবান করব। রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রম প্রতিটি দুর্যোগকালীন মুহূর্তে অনুপ্রেরণার প্রতীক। তাঁদের সহযোগিতা ও দায়িত্বশীলতা আমাদের সমাজে মানবিকতার পরিচায়ক। আমরা তাঁদের এই মহান কার্যক্রমের প্রতি কৃতজ্ঞ।মেয়র আরও বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও রেড ক্রিসেন্ট সোসাইটি দুর্যোগ ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ অংশীদার। বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিধস কিংবা অন্য যেকোনো দুর্যোগে তাঁদের ভূমিকা অতুলনীয়। তাঁদের স্বেচ্ছাসেবীরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জীবন বাঁচাতে দিনরাত পরিশ্রম করে।

শুধু দুর্যোগ ব্যবস্থাপনা নয়, তাঁদের স্বাস্থ্যসেবা, ত্রাণ বিতরণ এবং সচেতনতা কার্যক্রমও অত্যন্ত প্রশংসনীয়।তিনি বলেন, “মানুষের জন্য কাজ করতে হলে কেবল সেবার মনোভাব থাকলেই যথেষ্ট নয়; এর সঙ্গে প্রয়োজন সাহস, সততা এবং দক্ষতা। রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা সেই গুণাবলীর চমৎকার উদাহরণ। চট্টগ্রাম সিটি কর্পোরেশন তাঁদের কার্যক্রমে সবসময় সহযোগিতা করবে।”নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্যদের উদ্দেশে মেয়র বলেন, “আপনাদের প্রত্যেকের ওপর একটি গুরুদায়িত্ব অর্পিত হয়েছে। আশা করি, আপনারা প্রত্যেকে নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে রেড ক্রিসেন্টের কার্যক্রমকে আরও সুসংহত করবেন। রেড ক্রিসেন্ট সোসাইটি আমাদের সকলের।

একে আরও শক্তিশালী করতে হলে সরকারের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। একত্রে কাজ করলে আমরা দুর্যোগের ক্ষতি কমিয়ে এনে একটি সুরক্ষিত ও সহমর্মিতাপূর্ণ সমাজ গড়ে তুলতে পারব।সভায় নতুন কমিটি চট্টগ্রামের দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তাঁরা দুর্যোগকালীন সময়ে দ্রুত সাড়া দেওয়ার জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন এবং আধুনিক সরঞ্জামের ব্যবহার বৃদ্ধির পরিকল্পনার কথা জানান। একই সঙ্গে, দুর্যোগ পূর্বাভাসে প্রযুক্তিগত উন্নয়ন ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় উপস্থিত রেড ক্রিসেন্টের অন্যান্য সদস্যরা জানান, তাঁরা দুর্যোগ ব্যবস্থাপনার পাশাপাশি, স্বাস্থ্যসেবা, সচেতনতা বৃদ্ধির প্রচারাভিযান এবং সামাজিক উন্নয়নমূলক কাজেও সম্পৃক্ত। বন্যা ও ঘূর্ণিঝড় মোকাবিলায় পূর্ব প্রস্তুতি গ্রহণ এবং ত্রাণ বিতরণে তাঁরা স্থানীয় প্রশাসনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছেন।সভায় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির ভাইস চেয়ারম্যান এমএ সালাম, সেক্রেটারি গোলাম বাকি মাসুদ, সদস্য ডা. রাকিব উল্লাহ, এইচ এম সালাহউদ্দিন, নিজাম উল আলম খান, মো. মেহেদী হাসান রায়হান, মোহাম্মাদ জিয়াউল হক, সালাহ উদ্দিন সাহেদ, আবু ইউসুফ মোহাম্মদ শামসুদ্দিন, মোহাম্মাদ এনামুল হক, যুব প্রধান আ ন ম তামজীদ।

Facebook Comments Box

Posted ৩:৪৫ অপরাহ্ণ | সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫

bangladoinik.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

https://prothomalo.com
https://prothomalo.com

এ বিভাগের আরও খবর

https://prothomalo.com
https://prothomalo.com
সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

2nd floor, Opposite building of Muradnagar Thana gate, Muradnagar-3540, Bangladesh

01941702035, 01917142520

bangladoinik@gmail.com

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com