শুক্রবার ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সুপার সোলস

এস এম নওশের   |   বুধবার, ০৫ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   3722 বার পঠিত

সুপার সোলস

বাংলাদেশের ইতিহাসে প্রথম বাংলা ব্যান্ডের গানের এলবাম বা ক্যাসেট হল সোলসের super souls।যা ১৯৮২ সালে বাংলাদেশের বাজারে আসে।এসেই লাখো শ্রোতার মন ছুয়ে যায় এই এলবাম টা বিভিন্ন সীমাবদ্ধতার ভেতর দিয়ে রেকর্ড হয় জিংগা শিল্পী গোসঠীর প্রধান শাফাত আলীর ইপ্সা স্টুডিও তে।তাদের মেশিন ছিল ৪ ট্র্যাকের।রেকর্ডিং হত মনো রেকর্ডিং।মানে মিউজিক আর ভয়েস এক সাথে। অর্থাৎ কোন এক জায়গায়- সেটা হতে পারে সিংগার, হতে পারে মিউজিশিয়ান একটা নোটে ভুল করল ব্যস পুরা প্যাকাপ।আবার নতুন করে গোড়া থেকে রেকর্ডিং শুরু করতে হত।দেখা যাচ্ছে ভয়েসের চেয়ে মিউজিক ছাপিয়ে যাচ্ছে। ।বীট আর বেজের কম্বিনেশন হচ্ছেনা। কিচ্ছু করার নাই। কারন অই সময় মিক্সিং এন্ড মাস্টারিং টেকনলজি ছিলনা।

এত সীমাবদ্ধ তার পরেও কী অসাধারন গান তারা দিয়ে গেছেন।কী চমৎকার মিউজিক।আপনারা অবাক হবেন মন শুধু মন ছুয়েছে এর ইন্ট্রো তে এক টা ঠুক ঠুকানির আওয়াজ পান কিনা।এই রিদম এফেক্ট টা আইউব বাচ্চু করেছিল দুটা কাঠের টুকরা দিয়ে।এই এফেক্ট টা উনি ইন্সপায়ার হয়েছিলেন হ্যাপি আখন্দ কে দেখে।হ্যাপি আখন্দ করতেন কি ম্যাচ বাক্সে কাঠি দিয়ে অমন রিদম সাউন্ড এফেক্ট করতে পারতেন গানের সাথে সাথে কত ভ্যারাইটির গান এখানে রেখেছেন উনারা রোমান্টিক,( মন শুধু মন ছুয়েছে,তোরে পুতুলের মত করে সাজিয়ে স্যাড রোমান্টিক- ভুলে গেছ তুমি ফিরে তো আসলেনা, নদী এসে পথ ফোক- কান্দে কেনে মন পাগলারে চিটাগাং এর লোকগীতি আইচ্ছা হাগল মন রে এখানে আবার ট্রাইবাল মিউজিকের ও ফ্লেবার আনা হয়েছে স্মৃতি মুলক বা মেমোয়ার্স – মুখরিত জীবনের চলার বাকে দেশাত্মবোধক- আমরা যে ভাল বাসি সোনার বাংলা কে আধ্যাত্মিক চেতনা – দরগাহে মোম জ্বেলে কী হবে বিবিধ – শুক পাখি আইলো উড়িয়া এখানে বাংলা গান গুলা তপন চৌধুরি গেয়েছেন উনার সাথে বিভিন্ন গানে হার্মিং করেছেন আইউব বাচ্চু।

গানের মুল কম্পোজিশনে ছিলেন নকীব খান।এছাড়াও তারা চিটাগাং এর কয়্যার গ্রুপ সৈকত চারীর কিছু গান তারা রেখেছিল এই এলবামে কারন সোলসের অনেক মেম্বার সৈকতচারীর সাথে যুক্ত ছিলেন এক সময়। ইংলিশ দুটা গান ছিল একটার নাম vision আরেকটা কী যেন ভুলে গেছি ইংলিশ গান দুটা নাসিম আলি খান গেয়েছিলেন।আপনারা জেনে অবাক হতবাক হবেন এই ইংলিশ গান দুটা ছিল একদম মৌলিক। এর লেখা সুর পুরাটাই নাসিম আলি খানের নিজস্ব।অই আমলে মৌলিক ইংলিশ গান ভাবা যায়!!!!!!! চাইলে পপুলার ইংলিশ গানের কাভার সং দিতে পারতেন দোষের হত না।কারন তখন সব ব্যান্ড ই ইংলিশ গানের কভার সং করত। রেকর্ডিং এর পর এটা মার্কেটে আনার প্রডিউসার পাওয়া যাচ্ছিলনা।কারন অই সময় পুরা ক্যাসেট ইন্ডাস্ট্রি ছিল ভারতিয় শিল্পিদের দখলে অর্থাৎ হেমন্ত কিশোর কুমার মান্না দে,হৈমন্তি শুক্লা ভুপেন হাজারিকা লতা মংগেশকার প্রমুখ এদের ক্যাসেট ই বাজারে চলত।

ফলে কোম্পানি গুলা এদের ক্যাসেট ই বিক্রি করত।আর এর ফাকে ফুকে দেশীয় রুনা লায়লা আর সাবিনা ইয়েসমিন দের ক্যাসেট কিছুটা চলত।অই বাজারে ব্যান্ডের গানের ক্যাসেট মার্কেটিং করার ঝুকি কেউ নিচ্ছিল না।ফলে তাদের দ্বারস্থ হতে হল অখ্যাত একটা প্রতিসঠান বৈশাখি রেকর্ডস এর।এরা তাদের ক্যাসেট বাজারে আনল ঠিক ই কিনতু এর টাকা পয়সা সোলস কে ঠিক মত দেয়নি। যদিও বানিজ্যিক ভাবে বিপুল সাফল্য পেয়েছিল।কিন্তু সোলস এ থেকে লাভবান হতে পারেনি।কেবল গোটা দেশে পরিচিতি পাওয়া ছাড়া।অই ক্যাসেটের বেশ কয়েকটা গান তারা সেই সময় বিটিভিতে পারফর্ম করে।

বহু বছর চলেছে এলবাম টা। ১৯৮৬ সালে বিটিভিতে অত্যন্ত জনপ্রিয় নাটক হয় প্রমিজ বা প্রতিশ্রুতি।তিন পর্বের এই ধারাবাহিক নাটকে নেপথ্য সংগীতে সোলসের জনপ্রিয় মন শুধু মন ছুয়েছে গান টা ব্যবহার করা হয়। আজ ইউটুব না থাকলে এই এলবামের গান গুলো কালের গর্ভে হারিয়ে যেত।

Facebook Comments Box

Posted ৪:৩৩ পূর্বাহ্ণ | বুধবার, ০৫ মার্চ ২০২৫

bangladoinik.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

https://prothomalo.com
https://prothomalo.com

এ বিভাগের আরও খবর

https://prothomalo.com
https://prothomalo.com
সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

2nd floor, Opposite building of Muradnagar Thana gate, Muradnagar-3540, Bangladesh

01941702035, 01917142520

bangladoinik@gmail.com

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com