
নাসির উদ্দীন, বেনাপোল প্রতিনিধি: | রবিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 235 বার পঠিত
শার্শায় পুকুরের পানিতে ডুবে ফাতেমা খাতুন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার(১৮ ফেব্রুয়ারী ) দুপুরে উপজেলার বাগআঁচড়া গ্রামের শহিদুলের বাড়ীর পাশে এ ঘটনাটি ঘটে। নিহত ফাতেমা খাতুন পাশ্ববর্তী ঝিকরগাছার শংকরপুর গ্রামের ভ্যানচালক রাজু আহম্মেদের মেয়ে।
শংকরপুর ইউপির গ্রাম পুলিশ রাজু জানান,ফাতেমার মা বাসা বাড়ীতে কাজ করেন।ঘটনার দিন ফাতেমাকে নিয়ে বাগআঁচড়া গ্রামের শহিদুলের বাড়ীতে কাজ করছিলো। এর এক সময় দুপুরে খেলতে খেলতে সবার অজান্তে ঐ বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায় ফাতেমা।
পরে শিশুটিকে না দেখে ফাতেমার মাসহ লোকজন খোঁজাখুঁজির শুরু করে। এক পর্যায় পুকুরটি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে শিশু ফাতেমার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Posted ১:১৮ অপরাহ্ণ | রবিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com