
নাজমুল হাসান: | শুক্রবার, ২১ মার্চ ২০২৫ | প্রিন্ট | 52 বার পঠিত
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অস্বচ্ছল পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন ৯নং কামাল্লা ইউনিয়ন ৫নং ওয়ার্ডে ফিরোজ খাঁন ওয়েলফেয়ার ট্রাস্ট এর উদ্যোগে খাঁন অটোমোটিভ এন্ড এগ্রি প্রোডাক্টস লিমিটেড এর চেয়ারম্যান মো: আবু লায়েস খাঁন। তাদের এ আর্থিক সহযোগিতা অস্বচ্ছল পরিবারগুলোর মাঝে সুষম ভাবে নগদ টাকা দেওয়ার জন্য বাড়ি বাড়ি কার্ড পৌঁছে দেওয়ার পাশাপাশি নিজ বাড়িতেও নগদ টাকা দেওয়ার আয়োজন করছেন।
শুক্রবার (২১মার্চ) মুরাদনগর উপজেলার ৯নং কামাল্লা ইউনিয়নস্থ বর্তমান চেয়ারম্যান জনাব আবুল বাসার এর পরিবারের আয়োজনে এলাকার দুস্থ, গরীব ও অসহায় পরিবারের মাঝে নগদ টাকার সহায়তা প্রদান করেন। নগদ টাকার সহায়তা পেয়ে আবেগে ঈদের আনন্দ যেন মুহূর্তে ভেসে উঠেছে। অনেক বয়োঃবৃদ্ধ নগদ টাকা পেয়ে তপ্ত রৌদ্রে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করেন। এ সময় প্রত্যেককে ২ হাজার টাকা করে ১২০০ পরিবারের মাঝে বিতরন করা হয়। সহযোগিতা পেয়ে সুবিধাভোগী পরিবারগুলো অনেক আনন্দিত।
ফিরোজ খাঁন ওয়েলফেয়ার ট্রাস্ট এর কর্ণধার আবু লায়েস খাঁন বলেন, পবিত্র ঈদ সকলের আনন্দের দিন। অসহায় মানুষের পাশে থাকার ধারাবাহিকতায় মানবিক কার্যক্রমের অংশ হিসেবে প্রতি বছরের ন্যায় এবারও আমাদের পরিবার থেকে আর্থিক সহায়তা প্রদান করি। দেশের ক্লান্তিলগ্নে এবং যেকোন প্রাকৃতিক দূর্যোগে অসহায়দের সহায়তা ও ক্ষতিগ্রস্তদের পূর্নবাসনে সবার আগে আমরা চেষ্টা করি তাদেরকে সহযোগিতা করতে। আমরা ঈদ ছাড়াও সবসময় মানুষকে সহযোগিতা করি যেকোনো পরিস্থিতিতে।
৯নং কামাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আবুল বাসার বলেন, আমরা ৩০ বছর যাবত আমাদের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষদের সহযোগিতা করে আসছে। আমাদের পরিবারের ফিরোজ খাঁন ওয়েলফেয়ার ট্রাস্ট এবং আমরা যতদিন বেঁচে থাকি, আমরা মানুষের এই মানবিক সেবা করে যাবো। আমরা এই মানবিক সেবার লোভ দেখানোর জন্য নয় বরং আল্লাহর নৈকট্য লাভের আশায় আমার এই সহায়তা করি। আমাদের এই সহায়তা অব্যাহত থাকবে এবং পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ এই গরীব অসহায় পরিবারের মাঝে ছড়িয়ে দিতে চাই।
উপস্থিত নগদ টাকার সহায়তা পাওয়া রেনু বেগম,কমলা খাতুন, সাহেরা বেগম, শহিদ মিয়া,খালেক মিয়া,কবির হোসেন মত অনেকেই জানান, আমরা তাদের কাছ থেকে সব ধরনের সহযোগিতা পেয়ে থাকি। শুধু ঈদ উপলক্ষে যে টাকা বা অন্যান্য ঈদ সামগ্রী দেয় তা নায়। আমাদের অসুস্থতা, মেয়েদের বিয়ের খরচ, লেখাপড়ার খরচ, সহ আমাদের ঘরবাড়ি না থাকলে তাদেরকে জানালে তারা আমাদেরকে সহযোগিতা করে এবং ঘরবাড়ি নির্মাণ করে দেয়। এসময় উপস্থিত ছিলেন, কামাল মেম্বার, আনিছুর রহমান, গিয়াস উদ্দিন, জুয়েল সরকার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি।
উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় পবিত্র ঈদে তিনি তার উপহারের ধারাবাহিকতা বজায় রেখেছেন। তাঁরা ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
Posted ১১:২৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ২১ মার্চ ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com