
মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ | শুক্রবার, ২১ মার্চ ২০২৫ | প্রিন্ট | 104 বার পঠিত
যশোরের মনিরামপুর উপজেলার ১৪নং দূর্বাডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামের উদ্যোগে একুশে মার্চ শুক্রবার ইউনিয়ন অফিসের মাঠ এক দোয়া ও ইফতার মাহফিলোর আয়াযনকরেন।
দুরবাডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামের আমির মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিশিষ্ট আইন জীবি জনাব এ্যাডভোকেট গাজী এনামুল হক, কর্ম পরিষদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী, যশোর জেলা শাখা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জানাব অধ্যাপক ফজলুল হক উপজেলা আমির মনিরামপুর উপজেলা শাখা,জনাব মাওলানা মহিউল ইসলাম সুরা সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখা মনিরামপুর, জনাব অধ্যাপক মোঃ খলিলুর রহমান উপজেলা সেক্রেটার মনিরামপুর উপজেলা শাখা, জনাব মোহাম্মদ রবিউল ইসলাম বেলালী উপজেলা সেক্রেটারি (উলামা আবিভাগ) মনিরামপুর উপজেলা শাখা, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা মোঃ সাইফুল ইসলাম ইউনিয়ন সেক্রেটারি জামাতে ইসলাম ১৪ নম্বর দুর্ঘডাঙ্গা ইউনিয়ন শাখা।
বক্তার বলেন এই রমজান মাসে আল কোরআন নাজিল হওয়ার কারনে আল্লাহ পাক রমজান মাসকে এত মর্যাদা দিয়েছেন, এই রমজানে যাদি কেউ একটা নফল কাজ পালন করে তাহলে আল্লাহ তাকে অন্য মাসের একটা ফরজ কাজের সওয়াব দেবেন। বক্তারা আরও বলেন কোরআন দিয়ে যদি দেশ চলে তাহলে আমাদের কোন ভয় থাকবেনা দেশের মানুষ নিরাপত্তার সহিত বসবাস করতে পারবে সবাই সমান অধিকার পাবে সেই নিশ্চয়ই কোরআন দিয়েছে। কেউ কোন বৈষম্যের শিকার হবে না হিন্দু মুসলমান সবাই তার অধিকার নিয়ে বসবাস করতে পারবে।
তাই আসেন আমরা সবাই যেখানে কোরআন আছে যাদের কাছে কোরআন আছে যারা কোরআন দিয়ে দেশ চালাতে চাই আমারা তাদের কে সহযোগিতা করি তাদের কে আগামীতে দেশ চালানোর জন্য নির্বাচিত করি যাতে করে আমাদের দেশ কোরআন দিয়ে চলুক আমরা বাংলাদেশের মানুষ সবাই সম অধিকার নিয়ে বসবাস করি।
Posted ১২:০৭ অপরাহ্ণ | শুক্রবার, ২১ মার্চ ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com