
আফজালুর রহমান আবির, মাভাবিপ্রবি প্রতিনিধি, | সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 357 বার পঠিত
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৬ষ্ঠ বার্ষিক অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন।
শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদেকীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ আর এম সোলাইমান।
৬ষ্ট বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ব্যক্তিগত চ্যাম্পিয়ন হয়েছেন মোবাস্বেরা মিতু ও শাকিল আহমেদ। ১৮ ফেব্রুয়ারি বাছাইপর্ব ও ১৯ ফেব্রুয়ারি চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতায় দ্রুততম মানব মোঃ শাকিল আহমেদ(ফার্মেসী) ও দ্রুততম মানবী মোবাস্বেরা মিতু(সিপিএস)। পাশাপাশি তারা দুইজন ব্যক্তিগত সেরা পুরস্কারও লাভ করেন।
বাকি খেলার ফলাফলগুলো:
হাই জাম্প (ছাত্রী)
১.নুসরাত জাহান অর্পি (অর্থনীতি)
২.শ্রাবন্তী দেবনাথ শ্রাবন (অর্থনীতি)
৩.মতিয়া পারভীন মনি (অর্থনীতি)
৪০০মি. দৌড় (ছাত্রী)
১. মোবাস্বেরা মিতু (সিপিএস)
২. নিশাত তামান্না (অর্থনীতি)
৩. সিন্ধু রানী রায় (সিএসই)
১০০মি. দৌড় (ছাত্র)
১. শাকিল আহমেদ (ফার্মেসী)
২. নাহিদুর রহমান তুষার (আইসিটি)
৩. আব্দুল্লাহ আল আসাদ (এফটিএনএস)
২০০মি. দৌড় (ছাত্রী)
১.সিন্ধু রানী রায় (সিএসই)
২.ফাহমিদা হোসেন (সিপিএস)
৩.জেবা সামিহা (অর্থনীতি)
১০০মি. দৌড় (ছাত্রী)
১.মোবাস্বেরা মিতু (সিপিএস)
২.ইতি তালুকদার (অর্থনীতি)
৩. সিন্ধুরানী রায় (সিএসই)
গোলক নিক্ষেপ (ছাত্রী)
১. বিউটি খাতুন (পদার্থ)
২.মিতু (সিপিএস)
৩.ইসরাত জাহান (সিপিএস)
লং জাম্প (ছাত্রী)
১. মোবাস্বেরা মিতু(সিপিএস)
২. সেংরী মৃ (অর্থনীতি)
৩.সিন্ধু রানী রায় (সিএসই)
২০০মি. দৌড় (ছাত্র)
১. শাকিল আহমেদ (ফার্মেসী)
২. নসিবুর (এফটিএনএস)
৩. তরিকুল ইসলাম (হিসাববিজ্ঞান)
উচ্চ লাফ (ছাত্র)
১. শামীম হোসেন (এফটিএনএস)
২. নাহিদুর রহমান তুষার (আইসিটি)
৩.আব্দুল্লাহ আল আসাদ (এফটিএনএস)
৪০০মি. দৌড় (ছাত্র)
১.শাকিল আহমেদ (ফার্মেসী)
২.আনিসুর (এফটিএনএস)
৩. রমজান আলী (অর্থনীতি)
দীর্ঘ লাফ (ছাত্র)
১.শাকিল আহমেদ (ফার্মেসী)
২. শামীম হোসেন (এফটিএনএস)
৩.মেরাজুল ইসলাম (ব্যবস্থাপনা)
বর্ষা নিক্ষেপ (ছাত্র)
১. খালিদ হাসান (গণিত)
২.রেজোয়ান আহমেদ (অর্থনীতি)
৩.রাকিবুল ইসলাম (হিসাববিজ্ঞান)
গোলক নিক্ষেপ (ছাত্র)
১.খালিদ হাসান (গণিত)
২.রাহাত (টিই)
৩.মৃনাল (অর্থনীতি)
৩০০০মি. দৌড় (ছাত্র)
১.তরিকুল( হিসাববিজ্ঞান)
২. রবিন (পদার্থ)
৩.রাকিব( পরিসংখ্যান)
রবিবার ও সোমবার অনুষ্ঠিত অ্যাথলেটিকস প্রতিযোগিতার ২৮টি ইভেন্টে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Posted ৮:৫৭ পূর্বাহ্ণ | সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com