শুক্রবার ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

একুশে বইমেলায় সাড়া ফেলেছে অস্ট্রেলিয়া প্রবাসী লেখক নির্জন মোশাররফের ‘ব্ল্যাক রোজ’

  |   সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   4054 বার পঠিত

একুশে বইমেলায় সাড়া ফেলেছে অস্ট্রেলিয়া প্রবাসী লেখক নির্জন মোশাররফের ‘ব্ল্যাক রোজ’

বইমেলায় সাড়া ফেলেছে নির্জন মোশাররফের তৃতীয় গ্রন্থ ‘ব্ল্যাক রোজ’। রোমান্টিক থ্রিলার ঘরানার বইটি বাজারে এনেছে কলি প্রকাশনী।

যাপিত জীবনের বহমান চক্রে বিদ্যমান অস্থিরতা কাউকে ভোগায় নির্জনে নিভৃতে, মৃদু আলোর আবছা অন্ধকারে কেউ খোঁজে জীবনের বসন্ত। কোমলতাকে বাদ দিয়ে অধুনা পৃথিবীর মোহে আচ্ছন্ন মানুষের জীবনসঙ্গী হবে অন্যের, খুঁজবে আবেগ তাড়িত প্রেম ও স্পর্শ। অন্যদিকে নিজ ঘরে লাশ, অবৈধ প্রণয়, অন্যায় তবু লোভাতুর হৃদয়। এমন গল্প নিয়ে হাজির হয়েছেন প্রবাসী লেখক নির্জন মোশাররফ।

প্রতিদিন বইমেলায় যুক্ত হচ্ছে নতুন নতুন বই, পাঠক ও দর্শনার্থীর উপস্থিতিও বাড়ছে দিন দিন। তবে বাড়ছে কি বই বিক্রির সংখ্যা– এমন প্রশ্নে প্রকাশক মহিউদ্দিন কলি শোনালেন আশার বাণী, বললেন, বইমেলায় থ্রিলার বইয়ের দিকে ঝুঁকছে পাঠক। বইটি আসার প্রথম তিনদিনে আশানুরূপ সাড়া মিলেছে। ভিন্নধর্মী থ্রিলারের সঙ্গে রোমান্টিকতা যুক্ত করে দেওয়ায় পাঠকের আগ্রহ ভালো।

সাত ফর্মার বইটিতে আছে ১১২ পৃষ্ঠার গল্প, যাতে দেওয়া হয়েছে প্রায় ৩০ হাজার শব্দের নিখুঁত গাঁথুনি। বাক্য বিন্যাস ও কাহিনীর দিকে নজর রাখা হয়েছে। গ্রন্থটি নিয়ে নিজর্ন মোশাররফ বলেন, রোমান্টিক আবহে থেকে অপ্রত্যাশিত মোড় নেবে কাহিনি, সংশয় নিয়ে এগোবে গল্পের স্রোত, চৌকস পুলিশ হার জিতের খেলায় আচ্ছন্ন হবে রুদ্বশ্বাসের বেড়াজালে, রাজনীতির চোরাবালি আর হাওয়া বদলে কল্পলোকে পাঠক অনুভব করতে পারবে গহীনের শব্দ।

বইটির অনলাইন পরিবেশক রকমারি ও বইফেরি। মুদ্রিত মূল্য ৩৯৯ টাকা, মেলা উপলক্ষ্যে ছাড়ে মিলবে ২৯৯ টাকায়।

নির্জন মোশাররফ বাস করেন অস্ট্রেলিয়ার পার্থ শহরে। লেখালেখির অভ্যাস স্কুলের গণ্ডি থেকেই। প্রাতিষ্ঠানিক ভাবে যাত্রা শুরু হয় দৈনিক ভোরের কাগজে সাংবাদিক হিসেবে। সাংবাদিকতায় আছেন প্রায় ১৫ বছরের অভিজ্ঞতা। বর্তমানে কাজ করছেন জনপ্রিয় সংবাদ মাধ্যম বাংলাভিশন ও ঢাকা পোস্টে। তাছাড়া এবি নিউজ ইন্টারন্যাশনালের চিফ রিপোর্টার হিসেবেও নিয়োজিত আছেন।

সাংগঠনিক সম্পাদক হিসেবে যুক্ত আছেন অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া ক্লাবে। টিম লিডার (ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া) হিসেবে কাজ করছেন এমএলসি ইন্টারন্যাশনালে।

প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক হিসেবে কাজ করছেন অস্ট্রেলিয়া বাংলাদেশ কমিউনিটি ক্রিকেট ও বেঙ্গল মিডিয়া অ্যাওয়ার্ড নিয়ে।

‘ডার্ক চকলেট’ ও ‘ক্যান্ডেল লাইট’ এ দুটি গ্রন্থের পর এবার লিখলেন ‘ব্ল্যাক রোজ’। প্রকাশের অপেক্ষায় আছে আরও বেশ কয়েকটি থ্রিলার উপন্যাস। লেখকের জন্ম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়। রেলওয়ে স্কুল, ভিক্টোরিয়া কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন শেষে পাড়ি জমান সুদূর অস্ট্রেলিয়ায়। সেখানে ইডিথ কাওয়ান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। হিসাব বিজ্ঞান ও সাংবাদিকতায় উচ্চতর শিক্ষাসহ ঝুলিতে আছে বেশকিছু প্রফেশনাল কোর্স। তাছাড়া আত্মপ্রকাশ করেছেন উদ্যোক্তা হিসেবে। বিনিয়োগ করেছেন ফ্যাশন হাউস, সুপারশপসহ আরও কিছু প্রতিষ্ঠানে।

অবসরে বই পড়া, লেখালেখি করতে ভীষণ পছন্দ করেন নির্জন মোশাররফ। সুযোগ পেলেই বের হন ভ্রমণে, গড়ে তোলেন প্রকৃতির সঙ্গে সখ্য।

Facebook Comments Box

Posted ১২:৪৬ অপরাহ্ণ | সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

bangladoinik.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

https://prothomalo.com
https://prothomalo.com

এ বিভাগের আরও খবর

https://prothomalo.com
https://prothomalo.com
সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

2nd floor, Opposite building of Muradnagar Thana gate, Muradnagar-3540, Bangladesh

01941702035, 01917142520

bangladoinik@gmail.com

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com