সোমবার ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নবীনগর পৌরসভার পানি সাপ্লাই প্রকল্পের এক বছরের কাজ শেষ হয়নি তিন বছরেও

শফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মণবাড়িয়া) জেলা প্রতিনিধি :-   |   বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫   |   প্রিন্ট   |   474 বার পঠিত

নবীনগর পৌরসভার পানি সাপ্লাই প্রকল্পের এক বছরের কাজ শেষ হয়নি তিন বছরেও

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভায় ৮ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত পানি সরবরাহ প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এক বছরের প্রকল্প তিন বছর পেরিয়ে গেলে ও সাপ্লাইয়ের পানি পাচ্ছে না পৌরবাসি। পৌরবাসির এ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে।  ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ না করেই বিল উত্তোলন করে গা ঢাকা দিয়েছে। অবশ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ অভিযোগ সম্পৃর্ন অস্বীকার করে, ৭০% এর উপরে কাজ সম্পন হয়েছে বলে দাবী করেন।

অনুসন্ধানে জানা যায় -২০২১ সালের ২০ অক্টোবর তৎকালীন পৌর মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস নবীনগর পৌর পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন করেন। ফিলিপাইন ভিত্তিক বিদেশী প্রজেক্ট ইসলামী ডেভলাপমেন্ট ব্যাংকের সম্পূর্ণ অর্থায়নে (৮ কোটি ২৬ লাখ) পুরো এ কাজটির বাস্তবায়ন ও তদারকি করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (DPHE)। ঠিকাদারি কাজ পায় “এনপিআইএল- কম্বাইন্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন” ও “মেসার্স তানভীর আহমেদ জেভি” নামের দুটি প্রতিষ্ঠান। সিডিউল মোতাবেক প্রকল্পের আওতায় ১৮. ৯ কিলোমিটার পাইপলাইন বসানো, ৩ হাজার ৮৫৫টি বাড়িতে সংযোগ এবং ১২টি স্ট্রিট হাইড্রেন্ট স্থাপনের কথা রয়েছে। কিন্তু  বসানো হয়েছে মাত্র দুটি নলকূপ- একটি নবীনগর (প.) পাড়ায়, অপরটি ভোলাচং বাজারে। অধিকাংশ এলাকায় কোনো পাইপলাইন বসানো হয়নি।

গত ৫ আগস্টের পর থেকে সংশ্লিষ্ট ঠিকাদারকে খুঁজে না পাওয়ায় ৯ মাস যাবৎ কাজ বন্ধ আছে। ২ নং ওয়ার্ডের বাসিন্দা তাজুল ইসলাম ও শাহ আলম বলেন-“এটা শুধু পানি প্রকল্প নয়, বরং উন্নয়ন বাজেটের ভয়াবহ অনিয়ম। আমরা তিন বছর ধরে শুধু অপেক্ষা করে যাচ্ছি , কিন্তু পানি পাচ্ছি না। আদালত পাড়ার আজাদ বলেন- সাপ্লাইয়ের পানি রাস্তা থেকে বাসা পর্যন্ত পৌঁছানোর জন্য আমাদের নিকট থেকে পৌরসভা ১০০০ ও ৫০০ করে নিবন্ধন ফি’র নামের টাকা নিয়েছে । কিন্তুু এক বছরের প্রকল্প তিন বছর হয়ে গেল আমরা এখনো পানি পাচ্ছি না। নবীনগর জনস্বাস্থ্য অফিস সূত্র জানায়- এ প্রকল্পের কাজ ৭০% সম্পন্ন হয়েছে, ঠিকাদারি প্রতিষ্ঠানকে এ পর্যন্ত ৩০% বিল পরিশোধ করা হয়েছে। পৌরসভার ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবু তাহের বলেন – পৌরসভার নিয়ন্ত্রণের এ কাজ হচ্ছে না, স্বাস্থ্য প্রকৌশলী নিয়ন্ত্রণাধীনে এ কাজ হচ্ছে।

এই কাজে দুর্নীতি হওয়ার কোন সুযোগ নেই, আমার জানামতে প্রায় ৭০% কাজ সম্পূর্ণ হয়েছে। আশা করা যায় আগামী ছয় মাসের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ হবে। এনপিআইএল-“কম্বাইন্ড ডেভেলপমেন্ট কর্পোরেশনের” ঠিকাদার নজরুল ইসলামকে ৫ আগস্টের পর দেখা যায়নি। অপর ঠিকাদারি প্রতিষ্ঠান “মেসার্স তানভীর আহমেদ জেভি”র মালিক শামীম আহমেদ দাবি করেন-“প্রকল্প কোনো দুর্নীতি হয়নি, আমাদের কাজ ৭০% শেষ হয়েছে আমার মাত্র ৩০% বিল পেয়েছি। তবে পানির মিটার ও সরঞ্জামের ঘাটতি কাটিয়ে আগামী এক-দেড় মাসের মধ্যেই প্রকল্পের কাজ সম্পন্ন হবে। পৌরসভার নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন বলেন-“এই কাজটি সম্পূর্ণরূপে DPHE বাস্তবায়ন করেছে, পৌরসভা এতে জড়িত নয়। দুর্নীতির অভিযোগও সত্য নয়”। এ ব্যাপারে জেলা জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী নাসির উল্লাহ জানান-“পৌরবাসি দ্রুতই পানি পাবে।

আর এই প্রকল্পের একটি টাকাও উধাও হয়নি, হওয়ার কোন সুযোগও নেই। ঠিকাদার এ পর্যন্ত কেবল ৩০% বিল তুলতে পেরেছে। এখন কেবল মিটার সংযোগসহ কিছু লাইন স্থাপনের কাজ বাকী আছে। মিটার সংযোজন হলেই, সর্বোচ্চ আগামি জুনের মধ্যে পৌরবাসি এই প্রকল্পের মাধ্যমে আর্সেনিকমুক্ত নিরাপদ পানি পাবে ইনশাল্লাহ”। নবীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রাজীব চৌধুরী বলেন-“এই প্রকল্পটি আমার দায়িত্ব গ্রহণের পূর্বেই বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। তবে আশা করছি, অচিরেই এ সমস্যার সমাধান হবে”।

Facebook Comments Box

Posted ২:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

bangladoinik.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

https://prothomalo.com
https://prothomalo.com

এ বিভাগের আরও খবর

https://prothomalo.com
https://prothomalo.com
সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

2nd floor, Opposite building of Muradnagar Thana gate, Muradnagar-3540, Bangladesh

01941702035, 01917142520

bangladoinik@gmail.com

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com