
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি | মঙ্গলবার, ০১ আগস্ট ২০২৩ | প্রিন্ট | 1678 বার পঠিত
যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটের ডেট্রয়েটের জেইন ফিল্ডের বাংলা টাউনে অনুষ্ঠিত হয় নর্থ আমেরিকান বাংলাদেশি ফেস্টিভ্যাল ২০২৩। জুলাই ২৮, ২৯ ও ৩০ দুপুর থেকে মধ্যে রাত পর্যন্ত চলে এই মেলা। মেলাতে কানাডা, নিউইয়র্ক, ওয়াশিংটন, শিকাগো, ওহাইও সহ যুক্তরাষ্ট্রের বেশ কিছু ষ্টেট থেকে প্রবাসী বাংলাদেশি দর্শক এবং অতিথিরা অংশগ্রহণ করেন।
মেলাতে নানা বয়সের হাজার হাজার নারী পুরুষ শিশু কিশোর সহ সকল বয়সের মানুষের সমাগমে ঘটে পরিণত হয় একটি মিনি বাংলাদেশে। মেলাতে পোশাক, গহনা, খাবারের ষ্টল সহ ১০০ টির কাছাকাছি স্টল ছিলো।
এই ফেস্টিভ্যালে স্থানীয়, বাংলাদেশ সহ নর্থ আমেরিকার একঝাঁক জনপ্রিয় কন্ঠশিল্পী ও তারকারা অংশগ্রহণ করেন। এবং মেলাতে মুল আকর্ষণ ছিলো নগর বাউল জেমস এবং কন্ঠশিল্পী রিজিয়া পারভিন এবং অভিনেত্রী রিচি সোলেমানের অংশ গ্রহন। একশত হাজার ডলার বাজেটের এই ফেস্টিভ্যালের দর্শকদের জন্য আকর্ষণ ছিলো রেফেল ড্র প্রথম পুরস্কার ছিলো একটি গাড়ি সৌজন্যে বেঙ্গল অটো সেলস এল এল সি, ২য় পুরস্কার ছিলো ডেট্রয়েট ঢাকা ডেট্রয়েট এয়ার টিকেট সৌজন্য কন্যান্ট ইন্টারন্যাশনাল ট্রাভেল, মেলার গ্রান্ড স্পন্সর ছিলেন এস, এন, এস লোন অফিসার নাছির সবুজ, প্লাটিনাম স্পন্সর ছিলেন সাহেদা সাদেক। উক্ত মেলাতে অফিসিয়াল ডেলিগেইটস সহ আসছে সিটি নির্বাচনের মেয়র, কাউন্সিলর প্রাথী সহ বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যাবসায়ী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্তিত ছিলেন।
মেলাকে সুন্দর এবং সফল ভাবে শেষ করার জন্য আয়োজকরা সবাইকে বিশেষ ভাবে ধন্যবাদ জানান।
Posted ৭:৪০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০১ আগস্ট ২০২৩
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com