
মাহবুবুল আলম রিপন | শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 191 বার পঠিত
ঢাকার ধামরাইয়ে স্কুলে যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অষ্টম শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে। নিহত স্কুলছাত্রী সোমভাগ ইউনিয়নের গাওয়াইল গ্রামের জাহাঙ্গীর আলম এর মেয়ে মোসাঃ তাহমিনা আক্তার (১৩)। ভিকটিম জয়পুরা বাজারে গ্লোরিয়াস উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিলো।
গতকাল (২২ফেব্রুয়ারি) সকালে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে গনশার ফার্মের কাছে এ দুর্ঘটনা ঘটে। ধামরাইয়ের বিভিন্ন সড়কে মাটিবাহী ড্রাম ট্রাক ও ইটবাহী ট্রাকের বেপরোয়া চলাচলের কারনে রাস্তা হয়ে উঠেছে কর্দমাক্ত এবং অহরহ ঘটছে দুর্ঘটনা।
ইটবাহী ট্রাকটি স্কুলছাত্রী তাহমিনার উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা সম্ভব হলেও ট্রাকচালক পালিয়ে যায়।
ট্রাক চালক মামুন বানিশ্বর গ্রামের ফকির মিয়ার ছেলে। গোপন সূত্রে জানা যায়-একটি সক্রিয় মহল বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এলাকাবাসী স্হানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়েছেন।
এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ বলেন-শুনেছি একটি বাচ্চা মারা গেছে, ট্রাক আটক রয়েছে, তবে নিহতের পরিবার যদি মামলা করতে চায় তাহলে মামলা নেওয়া হবে।
Posted ২:৩৮ অপরাহ্ণ | শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com