শিমুল রানা, কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি (গাজীপুর): | শুক্রবার, ০৮ মার্চ ২০২৪ | প্রিন্ট | 213 বার পঠিত
গাজীপুরের কালিয়াকৈরে তৈরী পোশাক কারখানায় উৎপাদনে শ্রমিকদের উৎসাহ বাড়ানোর লক্ষে প্রায় ছয় হাজার শ্রমিক নিয়ে বার্ষিক বনভোজন করেছেন মালিকপক্ষ।
শুক্রবার সকাল থেকে চন্দা এলাকার নন্দন পার্কে শ্রমিকদের নিয়ে বার্ষিক এ বনভোজন অনুষ্ঠিত হয়। বনভোজনে এসময় ওই পোশাক কারখানার প্রায় ছয় হাজার শ্রমিক অংশগ্রহণ করে। ছয় হাজার শ্রমিকদের জন্য দুপুরের খাবার ছিল গরুর রেজালা, বিরিয়ানি, মুরগির রোস্ট ও কোমল পানীয়। শ্রমিকরা পুরো দিন নেচে গেয়ে উপভোগ করে।
মাইক্রো ফাইবার গ্রুপের নব নিযুক্ত জেনারেল ম্যানেজার দীন ইসলাম জানিয়েছেন, পোশাক কারখানায় সারা জীবনে শ্রমিকরা উৎপাদনে ব্যস্ত সময় পার করে। তাই একটি দিন শ্রমিকদের বিনোদন দেয়ার লক্ষে এই বনভোজন। এ ছাড়া শ্রমিকদের একটি দিন বিনোদন দিলে তারা উৎপাদনে আরো অবদান রাখতে পারে। তাছাড়া শ্রমিকরা সেই সকালে কারখানায় এসেই উৎপাদন শুরু করে। বার্ষিক বনভোজনে এ সময় উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর সরিফুল ইসলাম, কালিয়াকৈর পৌর প্যানেল মেয়র খাত্তাব মোল্লা, সিনিয়র পোডাকশন ম্যানেজার হাফিজ উদ্দিন ও মোঃ রানা, আওয়ামী লীগ নেতা তোবারক মোল্লা, সহ আরো অনেকে।
শ্রমিকদের মনোরঞ্জন করতে ফ্যান্টাসি ইভেন্টের সহযোগিতায় উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী গামছা পলাশ, বাউল গানের রাজা ফকির শাহাবুদ্দিন, বিন্দু কনা, ঝিলিক, মাইকেল গনি সাজুসহ শিল্পী জগতের আরো অনেকে।
Posted ৫:৩৯ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ মার্চ ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com