মঙ্গলবার ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইতালিতে বসবাসরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মাননা দিয়েছে ভেনিস বাংলা স্কুল

মোহাম্মাদ উল্লাহ সোহেল ইতালি প্রতিনিধি:   |   বুধবার, ১৩ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   181 বার পঠিত

ইতালিতে বসবাসরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মাননা দিয়েছে  ভেনিস বাংলা স্কুল

ইতালিতে ভেনিস বাংলা স্কুল এর আয়োজনে ভেনিসে বসবাসরত বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাস করা, অধ্যায়নরত, এবং স্কুলে বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল কারীদের ক্রেস্ট প্রদান করেন।

দীর্ঘ ১৮ বছর যাবত ভেনিস বাংলা স্কুল প্রবাসের মাটিতে বাংলাদেশীয় কৃষ্টি কালচার তুলে ধরা এবং বাংলা শিক্ষার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ারের সভাপতিত্বে এবং উপদেষ্টা পলাশ রহমান, শিক্ষিকা কাজল ও জিয়া এর প্রানবন্ত উপস্থাপনায় ভেনিসে একটি অডিটোরিয়ামে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আরাফ বিন নাসির। পরে বাংলাদেশের জাতীয় সংগীত এবং ইতালিয়ান জাতীয় সংগীত পরিবেশন করেন ভেনিস বাংলা স্কুলের ছাত্র-ছাত্রী শিক্ষিকা বৃন্দ।
পরবর্তীতে স্কুল পরীক্ষায় মেধা তালিকা বিভিন্ন শ্রেণীর যেসব ছাত্রছাত্রীদের ক্রেস্ট প্রদান করা হয় তারা হলেন তাসনিয়া খান, নুহান শাহনেওয়াজ, আফিয়া আনজুম, আরাফ কামাল, মুহাম্মদ রিদফান সরদার, ঈশান কাঞ্চন, ফারহান গোলাম, তানহা মৃধা, আরাব বিন নাসির, ইয়ামিম মোহাম্মদ, মাহাদী খাইরুল, সাকিবা লিটন, তানহা সালাম, মুশফিক হোসেন সিয়াম, বায়েজিদ হোসেন সায়মন, সাদিক মিয়া।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাশ করা এবং অধ্যয়নরত যাদের হাতে ক্রেস্ট প্রদান করা হয় তারা হলেন
Dr. Rasel miah. *Archtech miah Rhitu * Dr.Uddin Dekha Juairia
অধ্যায়নরত – Sharif Leeon, Mollik Tasniea, Bahadur Afsana Mimma, Samrat Abdullah Bin, Jannatul Ferdous Prity, KhanTarif, Mossammat Yea, Bashar Lamia, Shoyon Tamannor, Sardar Shakif Sadman, Miah Rubel, Bahadur Ononto, Faisal Hossain, Rahman Rariur, Reza Tasmia Rafa Binte
এদের হাতে ক্রেস্ট তুলে দেন বাংলা স্কুল পরিবার, ইতালিয়ান কমিউনিটি ব্যক্তিবর্গ, এবং বাংলা কমিউনিটির রাজনৈতিক সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ – Bellato Giacomo,Andrea Onori,Valeria Tonioli,Palma Gasparrini, Firpo Sergio,Raffaele Pasqualetto, Marta Artico, Maria Laura Facchin, Medico Salim আজহার শরীফ, রফিক সৈয়াল, শাহাদাৎ হোসেন, সোলেমান হোসেন, আমিনুল হাজারী, জাকির হোসেন সুমন, শান্ত ব্যাপারী, আল-আমিন, তোসন খান, ওমর ফারুক নিনি, এমডি আখতার উদ্দিন, নাসির উদ্দিন পান্না, রুনু আক্তার, মোহাম্মাদউল্লাহ্ সোহেল, শহিদুল ইসলাম সুজন, সুরাইয়া আক্তার, আব্দুর রহমান, দিলরুবা জামান, মেহেরুন নেছা মলি সহ আরো অনেকেই। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন, জান্নাত গাজী, সিয়াম হোসেন, সারা সরদার। পরিশেষে সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার আগত অতিথিদের কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Facebook Comments Box

Posted ৩:১৭ পূর্বাহ্ণ | বুধবার, ১৩ মার্চ ২০২৪

bangladoinik.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

https://prothomalo.com
https://prothomalo.com

এ বিভাগের আরও খবর

https://prothomalo.com
https://prothomalo.com
সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

2nd floor, Opposite building of Muradnagar Thana gate, Muradnagar-3540, Bangladesh

01941702035, 01917142520

bangladoinik@gmail.com

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com