
নোবিপ্রবি প্রতিনিধি মিলন হুসাইন: | বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪ | প্রিন্ট | 3941 বার পঠিত
ব্যতিক্রমী উপায়ে জন্মদিন উদযাপন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) ফার্মেসী বিভাগের সাবেক শিক্ষার্থী তানভীর মুরাদ। তানভীর যুক্তরাষ্ট্রের লিন সিটি মেয়র জ্যারেড নিকলসনের উপদেষ্টা প্রতিনিধি ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ডের সভাপতি৷
নিজের জন্মদিন উদযাপনের অংশ হিসেবে বুধবার(১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অদম্য মেধাবী এক শিক্ষার্থীর হাতে তুলে দেন উপহারস্বরূপ নগদ অর্থ।
তানভীর মুরাদ জানান, আমি প্রবাস থেকে জানতে পারি বিশ্ববিদ্যালয়ের একজন ছোটভাই খুব সংগ্রাম করে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আমি আমার জন্মদিন উদযাপনের অংশ হিসেবে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করি।
তিনি বলেন, গত বেশ কয়েকবছর ধরে চেষ্টা করছি নোবিপ্রবির শিক্ষার্থীদের বিভিন্ন প্রয়োজনে পাশে থাকার। আমার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
তানভীর মুরাদ বাংলাদেশ থেকে পড়াশোনা শেষ করে ২০১৪ সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। যুক্তরাষ্ট্রের ক্যামব্রিজ কলেজ থেকে তিনি এমবিএ এবং নিউ হ্যাম্পশায়ার ইউনিভার্সিটি থেকে ইনফরমেশন টেকনোলজিতে স্নাতকোত্তর সম্পন্ন করে বর্তমানে তিনি ডক্টরেট ডিগ্রির জন্য প্রস্তুতি নিচ্ছেন। যুক্তরাষ্ট্রের পাশাপাশি বাংলাদেশেও বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত তিনি। নিজ সাবেক বিদ্যাপীঠের শিক্ষার্থীদের জন্য তিনি চালু করেছেন স্কলারশিপ।
Posted ৭:৩৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com