
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি | সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | 1448 বার পঠিত
শনিবার রাতে হ্যামট্রাম্যাক সিটির আমিন রিয়েলিটির অফিসে সংবাদ সম্মেলনে মেলার সব প্রস্তুতির কথা জানিয়েছেন আয়োজকরা। আয়োজকরা জনান বিদেশের মাটিতে বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরা এবং প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই এই মেলার মুল উদ্দেশ্য।
আগামী শুক্রবার,শনিবার ও রোববার সেপ্টেম্বরের ১৫,১৬,১৭ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাটাউন মেলা। তিন দিনব্যাপি এই মেলা অনুষ্ঠিত হবে ডেটয়েট সিটির জেইন ফিল্ডের বাংলাটাউনে।
প্রতিদিন বিকেল ৩ থেকে রাত ১১ টা পর্যন্ত চলবে এ মেলা। মেলাতে পোশাক, গহনা, খাবারের স্টলের পাশাপাশি চাকুরী প্রত্যাশি এবং এপিআই ভোট মিশিগানের পক্ষ থেকে ভোট রেজিস্টেশনের জন্য থাকবে ষ্টল। সর্বমোট ৫০ টির বেশি স্টল থাকবে এই মেলাতে। মেলাতে অতিথি হিসাবে উপস্তিত থাকবেন মিশিগান ষ্টেট এবং সিটির নির্বাচিত অফিসিয়াল ডেলিগেটস সহ গন্যমান্য ব্যক্তি বর্গ।
মেলাতে সংগীত পরিবেশন করবেন বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী ইমরান, কনা, শাহানাজ বেলী সহ স্থানীয় শিল্পীরা। এছাড়াও মেলাতে আগেতো দর্শকদের জন্য থাকবে রেফেল ড্র রেফেল ড্রতে প্রথম পুরস্কার থাকছে একটি গাড়ি সৌজন্য বেংগল অটো সেলস্ এছাড়া থাকছে আকর্ষণীয় সব পুরস্কার।
সংবাদ সম্মেলনে উপস্তিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আয়োজক কমিটির অন্যতম কামাল রহমান, সেলিম আহমেদ এবং নাজেল হুদা। এছাড়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শোভন, সাইফুল আলম হারুন, ফিরোজ আলী, কামাল হুসাইন লিলু, জিয়াউদ্দিন জুয়েল, রিপন লস্কর, মোশারফ আহমেদ, তাহমিদ চৌধুরী, খাজা আফজল,মওদুদ চৌধুরী, মো. রাজা, মোস্তাক রহমান, দিপু চৌধুরী, তাসমিন খান, রাসেল মোহাম্মদ, কাওসার দেওয়ান, কিবরিয়া লস্কর, হারুন মিয়া, পারভেজ, তারেক মিয়া, ইকবাল মিয়া সহ আরো অনেকে।
Posted ৯:৩৯ পূর্বাহ্ণ | সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com