
ববি প্রতিনিধি | শুক্রবার, ১৫ মার্চ ২০২৪ | প্রিন্ট | 4596 বার পঠিত
১৪ ই মার্চ (বৃহস্পতিবার) ঝিনাইদহ জেলা ছাত্র কল্যান সমিতি বরিশাল বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় এর নবনিযুক্ত উপাচার্য জনাব প্রফেসর ড. মোহাম্মদ বদরুজ্জামান ভুইয়ার সাথে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্যে সাক্ষাৎ করেন সমিতির শিক্ষার্থী ও উপদেষ্টামন্ডলী।
এসময় উপস্থিত ছিলেন দর্শন বিভাগের চেয়ারম্যান ও ঝিনাইদহ জেলা ছাত্র কল্যান সমিতি বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার উপদেষ্টা, শাহনাজ পারভিন রিমি ,ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক জনাব সুখেন গোসামী স্যার,কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রাসিদ আল আসিফ স্যার।
উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে ঝিনাইদহ জেলা ছাত্র কল্যান সমিতি বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবুল কাসেম জিহাদ বলেন,”মাননীয় উপাচার্য একজন উন্নত চিন্তা ভাবনার মানুষ, আমরা আশা করি তার হাত ধরে বরিশাল বিশ্ববিদ্যালয় অনন্য উচ্চতায় পৌছাবে।”
উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে ঝিনাইদহ জেলা ছাত্র কল্যান সমিতি বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রাজু আহমেদ বলেন,” মাননীয় উপাচার্য স্যার ইতিমধ্যেই তার যে ভালো কাজগুলো আছে তার মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর মনে জায়গা করে নিয়েছে,ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি শিক্ষার্থীদের সকল সমস্যা সমাধানে তিনি কাজ করে যাচ্ছেন। তার এ কাজগুলো অব্যাহত থাকবে বলে আমি মনে করি।”
Posted ৬:৩৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৫ মার্চ ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com