![bangladoinik.com](https://bangladoinik.com/wp-content/uploads/2023/07/main_logo.png)
মোঃ সিফাত রানা নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | বুধবার, ২৭ মার্চ ২০২৪ | প্রিন্ট | 122 বার পঠিত
সারা দেশের ন্যয় চাঁপাইনবাবগঞ্জের নাচোলেও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার সূর্যদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। সেই সাথে সকল সরকারী-বেসরকারী ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সেই সাথে নাচোল সরকারী কলেজ চত্বরে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নাচোল সরকারী কলেজ চত্বরের স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ ও সকাল ৮টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদমাঠের মঞ্চে জাতীয় পতাকা উত্তোলন শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শণ করা হয়। সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও নিহত মুক্তিযোদ্ধাদের পরিবরকে সংবর্ধনা প্রদান ও উপজেলা প্রশাসনের আয়াজনে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা প্রশাসনের কর্মচারীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Posted ৭:১১ পূর্বাহ্ণ | বুধবার, ২৭ মার্চ ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com