
নাদিমুল আল তানভীর : | শুক্রবার, ১৬ মে ২০২৫ | প্রিন্ট | 468 বার পঠিত
কুমিল্লার মুরাদনগরে পানি উন্নয়ন বোর্ডের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বৃহস্পতিবার( ১৫ মে) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন এর উদ্যোগে এই অভিযান চালানো হয়।
জানা গেছে, উপজেলার দিলালপুর, ধনীরামপুর, সদর ইউনিয়ন, মুরাদনগর পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে স্থানীয় লোকজন দোকানঘরসহ বিভিন্ন স্থাপনা গড়ে তুল। এদিকে এসব অবৈধ স্থাপনা অপসারণ করে নিতে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে অনেকবার নোটিশ দেয়া হয়েছিল। কিন্তু স্থানীয় ব্যবসায়ী ও দখলদার কারীরা ওই নোটিশগুলো আমলে না নেওয়ায় বৃহস্পতিবার
গোমতীর বেরীবাধের উপরে প্রায় এক কিঃ মিঃ এলাকাজুরে ০৪টি পাকা স্থাপনাসহ প্রায় ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এ সময় সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁনসহ বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিলেন।
মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার ( ভূমি)
ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খাঁন বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা পানি উন্নয়ন বোর্ডের রেকর্ড করা জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। গত কয়দিন থেকেই দখলদারদের সরে যেতে ্মাইকিং করা হয়েছে। এ জন্য পৌরসভা আমাদেরকে বোলড্রোজার এবং লোকবল দিয়ে সহয়যোগিতা করছে। এ ছাড়া পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে রয়েছে। যতখন অবৈধ দখলদার সরাতে না পারছি ততক্ষন অভিযান অব্যাহত থাকবে।
Posted ১১:৫৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৬ মে ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com