শুক্রবার ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গাইবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্রনেতার ওপর হামলা

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   মঙ্গলবার, ১০ জুন ২০২৫   |   প্রিন্ট   |   396 বার পঠিত

গাইবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্রনেতার ওপর হামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলা শাখার মুখপাত্র জাহিদ হাসান জীবনের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতে গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী খেয়াঘাট এলাকায় হামলার এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে জাহিদ জানিয়েছেন, রাতে দুলাভাইসহ গাইবান্ধা শহর থেকে বাড়ি ফেরার পথে খেয়াঘাট বাজার এলাকায় তাঁদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করেন। তিনি জানান, হামলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং বর্তমানে তিনি সুস্থ আছেন।

জাহিদ ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের পশ্চিম ছালুয়া গ্রামের বাসিন্দা। তিনি মোহাম্মদ আলীর ছেলে।

জাহিদ বলেন, ‘রাতে গাইবান্ধা শহর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলাম। খেয়াঘাট আদর্শ কিন্ডারগার্টেন মোড়ে পৌঁছালে একটি মোটরসাইকেলে থাকা তিন ব্যক্তি আমাদের পথ রোধ করেন। তাঁদের একজন হঠাৎ আমার মাথায় আঘাত করেন। পরে হেলমেট খুলে আঘাতের চেষ্টা করা হয়। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত সরে যান।’

তিনি বলেন, ‘আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মী। বর্তমানে এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) নিয়ে কাজ করছি। সেই সঙ্গে ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দায়ের করা এক মামলার দ্বিতীয় সাক্ষীও আমি। এসব কারণে হামলাটি প্রতিহিংসামূলক হতে পারে।’ তিনি আরও জানান, নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত তিনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছেন।

Facebook Comments Box

Posted ৪:৫১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১০ জুন ২০২৫

bangladoinik.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

https://prothomalo.com
https://prothomalo.com

এ বিভাগের আরও খবর

https://prothomalo.com
https://prothomalo.com
সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

2nd floor, Opposite building of Muradnagar Thana gate, Muradnagar-3540, Bangladesh

01941702035, 01917142520

bangladoinik@gmail.com

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com