
আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | শুক্রবার, ১৩ জুন ২০২৫ | প্রিন্ট | 108 বার পঠিত
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আব্দুল খালেক মিয়া (৩৫) নামের এক পান ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ জুন) সকালের দিকে উপজেলার নাকাইহাট এলাকার একটি গাছের বাগান থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত খালেক মিয়া হরিরামপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। সে নাকাইহাট বাজারে পান-সুপারি বিক্রি করতেন।
স্থানীয় ও স্বজনরা জানান, খালেক অন্যান্য দিনের ন্যায় বৃহস্পতিবার নাকাইহাট বাজারে পান-সুপারি বিক্রি করতে যান। বিক্রি শেষে রাতে বাড়ি ফিরে না আসায় বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকে। এর এক পর্যায়ে আজ শুক্রবার সকালে দেখতে পায় কে বা কারা তাকে গলা কেটে হত্যা করে নাকাইহাটের পাশে একটি গাছের বাগানে ফেলে রেখেছে। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এ হত্যাকান্ডের বিষয়টি তাৎক্ষণিকভাবে জানাজানি হলে নিহত খালেককে এক নজর দেখার জন্য ঘটনাস্থলে আশেপাশের এলাকা থেকে আসা অসংখ্য নর-নারীর ভীড় জমে। এ সময় নিহত খালেকের পরিবারের লোকজন এ হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত সনাক্ত করে গ্রেফতারের দাবী জানান।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়ছে। এ ঘটনার রহস্য উদঘাটন পূর্বক জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।
Posted ৯:০৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৩ জুন ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com