
আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | শুক্রবার, ১৩ জুন ২০২৫ | প্রিন্ট | 84 বার পঠিত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্থাপিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের বিএনপির ৩১ দফা ও জনসম্পৃক্তি’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ জুন) উপজেলা বিএনপির আয়োজনে
দক্ষিণ কাজীবাড়ী গ্রামে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের বাড়ির উঠানে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহণ করেন, উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীগন।
উপজেলা বিএনপির আহবায়ক ছামছুল হাসান ছামছুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক।
বক্তব্য রাখেন, জেলা বিএনপির উপদেষ্টা কৃষিবিদ সামিউল রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রহিম মন্ডল ও আনোয়ারুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি মাইদুল ইসলাম মিঠু, উপজেলা কৃষক দলের সভাপতি শফিয়াজ্জামান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. আব্দুস সালাম মিয়া।
কর্মশালার প্রধান আলোচক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক বলেন, বিগত ২০২০ সালে তারেক রহমান রাষ্ট্র সংস্কারের কথা জাতির সামনে উপস্থাপন করেছেন। অথচ এতোদিন পর অন্যান্য দল নতুন করে সংস্কারের কথা মাথায় নিয়েছে। তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফার এই ভাবনা আপনাদেরকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
Posted ২:৫২ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ জুন ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com