
সফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি | শনিবার, ০৫ আগস্ট ২০২৩ | প্রিন্ট | 1566 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ঐতিহ্যবাহী নূরনগর আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ও জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সম্মাননা ক্রেষ্ট বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা ও বৃত্তিপ্রদান অনুষ্ঠানে প্রধান শিক্ষক মো. খবির উদ্দিনের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আশরাফুল আফসার। প্রধান আলোচক ছিলেন সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খা মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি আরিফুল ইসলাম ভূইয়া টিপু, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, হাজী মো. বাছির মিয়া, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, সুপ্রিমকোর্টের আইনজীবী এডভোকেট জুলকার নাইম, প্রধান পৃষ্ঠপোষক ছিলেন হোসাইন আহমদ খোকন, বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান শাহীন সরকার, অধ্যক্ষ সিরাজুল ইসলাম, ডা. আবু জামাল, হাজী মোছা মিয়া, ডা. আবু জাফর জামাল, ম্যানেজিং কমিটির সভাপতি ইমরুল হাসান শিবলী, মো. আনোয়ার হোসেন, স্বাগত বক্তব্য রাখেন নূরনগর আইডিয়াল এসোসিয়েশনের সভাপতি যুবায়েরুল হক মৃধা, আবু হানিফ সুমন, রবিউল আলম উজ্জ্বল, সহকারী প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেন, আশরাফ উদ্দিন,৷ প্রভাষক আসাদুল ইসলাম, সহকারী শিক্ষক মো. কামরুল ইসলাম, মো. জমির হোসেন পারভেজ,সহকারী শিক্ষক খাইরুল এনাম প্রমুখ। এসময় শিক্ষক শিক্ষার্থী, জনপ্রতিনিধি,অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, যাত্রা শুরুর ১ বছরেই এসএসসি পরীক্ষায় নূরনগর আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজের অভাবনীয় সাফল্য পেয়েছে। ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় নূরনগর আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে ২২ জন শিক্ষার্থী অংশ নিয়ে ২০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ৩ জন, পাশের হার ৯১%।
Posted ১:৩২ অপরাহ্ণ | শনিবার, ০৫ আগস্ট ২০২৩
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com