
বেলাল হোসাইন, অস্ট্রেলিয়া প্রতিনিধি | মঙ্গলবার, ০৮ আগস্ট ২০২৩ | প্রিন্ট | 1422 বার পঠিত
অস্ট্রেলিয়ার পার্থে হতে যাচ্ছে বাংলা চলচিত্র উৎসব। দুদিন ব্যাপী এই উৎসবে যোগ যোগদিবেন অভিনেতা মাহফুজ আহমেদ। পশ্চিম অস্ট্রেলিয়ার বাংলা ভাষাবাসী জনগোষ্ঠীর জন্য গড়ে উঠা প্রতিষ্ঠান বেঙ্গল মিডিয়া এই উৎসবের উদ্যোগ নিয়েছে। আগামী ১৯শে আগষ্ট শনিবার ও ২০শে আগষ্ট রবিবার দুইদিন ব্যাপী উদযাপিত হবে এই উৎসবটি। এতে প্রাথমিকভাবে প্রহেলিকা সিনেমা প্রদর্শনীর ঘোষণা দিয়েছে আয়োজকরা ।
পার্থের বাংলাদেশী মালিকানাধীন আরাম কিচেন রেস্তোরায় অনুষ্ঠিত হয় এই সম্মেলনটি। প্রেসমিটে ভার্চুয়ালি অংশ নেন মাহফুজ আহমেদ। বদলে যাওয়া চলচিত্রের সুবাতাস উপভোগ করতে সবাইকে আহবান করেন তিনি, একই সাথে তুলে ধরেন তার সদ্যমুক্তি পাওয়া প্রহেলিকার বৈশিষ্ট্যগুলো । আয়োজনটিতে অংশ নেন স্থানীয় ও দেশীয় গনমাধ্যম। উপস্থিত থাকেন লেখিকা মলি সিদ্দীকা, সংগঠক ও সংস্কৃতমনা ব্যাক্তিত্ব আবু হেনা ভূইয়া, নারী উদ্যোগক্তা ফরিহা শাওলী, সংগঠক আসিফুল ইসলাম, উদ্যোগক্তা ও সংগঠক কাজী সুমন, লেখক ও সাংবাদিক নির্জন মোশাররফ, কন্টেট ক্রিয়েটর মনজুর বাপ্পী, গনমাধ্যম কর্মী মারিয়াম মুন, কন্টেন্ট ক্রিয়েটর ঝর্না উদ্দিন, কন্টেন্ট ক্রিয়েটর মার্জিয়া ইসলাম, সংস্কৃতমনা ফারজানা জাফর প্রমুখ।
আয়োজকরা জানান, আগামী ১৯শে আগষ্ট শনিবার হয়টস ক্যারোসলে সরাসরি যোগদিবেন প্রহেলিকার হিরো মাহফুজ আহমেদ। দীর্ঘ আটবছর পর প্রহেলিকায় মনা চরিত্র দিয়ে দর্শকদের খোরাক মেটাতে মাহফুজ দুর্দান্ত অভিনয় করেছেন সিনেমাটিতে। পার্থের চলচিত্র উৎসবে তাই বেছে নেয়া হয়েছে প্রহেলিকা চলচিত্রকে। সপরিবারে পেক্ষাগৃহে গিয়ে দেখার মতো ছবি প্রহেলিকা, ছবিটিতে আছে গুনী নির্মাতা চয়েনিকা চোধুরীর দাপুটে নির্দেশনা । যা সব শ্রেনীর দর্শককে আনন্দ দিতে সহয়তা করবে।
প্রেসমিটে আয়োজকরা আরো জানান বাংলা ভাষা ও সংস্কৃতি বিকাশের লক্ষে অস্ট্রেলিয়া ব্যাপী কাজ করবেন তারা, প্রাথমিকভাবে পার্থের নুতন প্রজন্মের কাছে তুলে ধরছেন দেশীয় চলচিত্র, সময়ের ধারবাহিকতায় নিয়ে আসবেন ভিন্নতা । একই সাথে পার্থের সুন্দরতম লোকেশনে বাংলা চলচিত্র শুটিংয়ের সার্বিক সহয়তায় হাত বাড়িয়ে দিবেন।
বেঙল মিডিয়ার নেতৃত্বে আছেন কাজী সুমন ও নির্জন মোশাররফ। আরো আছেন এক ঝাঁক মেধাবী স্বেচ্ছাসেবী।
Posted ১:০০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৮ আগস্ট ২০২৩
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com