
মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ | বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 68 বার পঠিত
যশোরের মনিরামপুর উপজেলার বাটবিলা গ্রামের তাপস ধরের কলেজ পড়ুয়া মেয়ে অথৈয় ধর ৬ ফ্রেব্রুয়ারী নিজ বসত ধরের মধ্যে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। ঘটনার বিবরনে জানাযায় ঘটনার দিন সকালে অথৈয়ের মা প্রতিদিনের মতো চায়না ধর সকালে নাস্তা করে তার চাকরি প্রতিষ্ঠান শ্যামনগর মাধ্যমিক বিদ্যালয়ে চলে আসেন, বাবা তাপস ধর তার জরুরি কাজে বাড়ির বায়রে চলে যায়, বাড়িতে অথৈয় ও তার বৃদ্ধা নানি বাড়িতে ছিল সেই সুযোগে অথৈয় তার নিজ রুমের দরজা বন্ধ করে ঘরের সিলিং ফ্যানের সাথে উড়না পেচিয়ে গলায় ফাস দেয়।
অল্প সময়ের মধ্যে অথৈয়ের নানি এসে অথৈয়ের রুমের দরজা বন্ধ দেখে তাকে ডাকতে থাকে তার ডাকে অথৈয় সাড়া না দিলে ও দরজা বন্ধ থাকায় বৃদ্ধা নানি চেচামেচি করলেও আসে পাশের লোকজন ছুটে আসে ও অথৈয়ের রুমের দরজা বন্ধ দেখে লাথিমেরে রুমের দরজা খুলে রুমের ফ্যানের সাথে অথৈয়কে ঝুলতে দেখে তাড়াতাড়ি লোকজন অথৈয়ের গলায় ফাঁস দেওয়া উড়না কেটে নিচে নামিয়ে আনে পরে তারা বুঝতে পারে অথৈয় আর বেঁচে নেই।
তবে স্থানীয় ও আশেপাশের লোকজন কানাঘুষা করছে হয়তো প্রেমে ব্যার্থ হয়ে অথৈয় এই আত্মহত্যার পথ বেছেনিয়েছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনা স্থলে পৌঁছাতে পারেনি।
Posted ২:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com