শুক্রবার ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বদলগাছীর এলজিইডি অফিসের অবহেলায় দুই বছর অতিবাহিত হলেও রাস্তার কাজ হয় নাই

সাগর হোসাইন, বদলগাছী, প্রতিনিধিঃ   |   বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   30 বার পঠিত

বদলগাছীর এলজিইডি অফিসের অবহেলায় দুই বছর অতিবাহিত হলেও রাস্তার কাজ হয় নাই

নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের হাকিমপুর কমিউনিটি হাসপাতাল সাহেব বাজার থেকে খোকসা বাড়ী যাওয়ার রাস্তাটি ৯৮ নং প্যাকেজের গত ৭/৬/২২ ইং তারিখে টেন্ডার হলে উক্ত ৯৮ নং প্যাকেজের ১৯০ মিটার রাস্তা টির কাজ গত ১৪/৬/২২ শুরুর হলে কাজের শেষ তারিখ গত ২৯/১২/২২ইং সময়ে শেষ করার নির্দেশ থাকলেও গত দুই বছর অতিবাহিত হয়েছে।

কিন্ত আজপ্রর্যন্ত রাস্তায় কোন প্রকার কাজ নেই। রাস্তা গত ১৬ সালে পাকা হলে কার্পেটিং উঠে গিয়ে গর্তে রুপান্তরিত হয়ে, রাস্তাটি জনদূর্ভোগে পরিনত হয়েছে। রাস্তা টির উত্তরে বিশাল মসজিদ, আরব দেশ হারামাইন শহর থেকে ইসলাম ধর্ম প্রচারে আসা সেই যুগের সাধক বাঘের পিঠে আসা পীরে কামির আরবে কেবলা হাজিউল হারামাইন সৈয়দ জয়নাল আবেদিন রহঃ এর মাজার ও এতিম খানা মাদ্রাসা, এবং উক্ত গ্রামে অবসরে আসা একজন যুগ্ম সচিব, একজন চিটাগং মেডিকেল কলেজের সহকারী অধ্যক্ষ, একজন গাইনি চিকিৎসকের বাড়ি, রাজশাহী গর্ভমেন্ট কলেজের অধ্যক্ষের বাড়ি, দুই জন প্রকৌশলীর বাড়ি, ঢাকা সরকারি কলেজের প্রভাষকের বাড়ি সহ বিভিন্ন দপ্তরের সরকারি আধাসরকারী কর্মকর্তার বাড়ি রয়েছে, দেশের নাম করা প্রচারিত ইনতেফা কোম্পানির মালিকের শশুর বাড়ি মর্মে রাস্তা টি জনগুরুত্বপূর্ণ বলে মনে করেন সরেজমিনে প্রত্যক্ষ পরোক্ষভাবে ভাবে জানা যায়।

স্হানীয় এলাকার স্বচেতন মহলের কাছে জানতে চাইলে তিনারা বলেন, আমরা উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার সুমন কুমারকে অনেক বার কাজের অনুরোধ জানিয়ে কোন ফল পাইনি। হাকিম পুর গ্রামের মীর আনোয়ার হোসেন,ও কাজী হাসান দৈনিক ইনকিলাব প্রতিনিধিকে জানান আমরা বারংবার বদলগাছী উপজেলা ইঞ্জিনিয়ার কে বল্লেও রাস্তা টির কাজ হচ্ছে না, বরাদ্দ ফেরত গেল নাকি ভাই সঠিক কথা জানার অপেক্ষায়।
উক্ত প্যাকেজের রাস্তাটি বিষয়ে উপজেলা ইঞ্জিনিয়ার অফিসের হিসাব রক্ষক আমজাদ হোসেনের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান মেনটেনেন্সের কাজ অতি তারাতারি দ্রুত কাজটি সমাধানের জন্য নওগাঁর কাজির মোরের ঠিকাদার আব্দুস সোবাহান কে জানানো হয়েছে ভাই।

ইঞ্জিনিয়ার সুমন কুমার দেবনাথের কাছে,আপনি কোন পদে কর্মরত জানতে চাইলে তিনি বলেন উপজেলা প্রকৌশলী পদে। হাকিম পুর সাহেব বাজার কমিউনিটি সেন্টার থেকে খোকসাবাড়ী ও হাকিম পুর মাজারের দিকে মোট ১৯০ মিটার রাস্তার কাজের শেষ তারিখ ২৯/১২/২২ ইং অতিবাহিতের পর দুই বছরের বেশি সময় চলে গেছে উপজেলা অফিসের কর্তব্যের অবহেলা কিনা জানতে চাইলে, তিনি বলেন, রিভাইজের জন্য কাগজ পাঠিয়েছি নির্দেশনা আসলে কাজ হবে। এলাকার উন্নয়নে ব্যাপক বাঁধা সৃষ্টি বলে মন্তব্য করেছেন কতিপয় স্বচেতন এলাকাবাসী। স্হানীয় এলাকাবাসী আরও বলেন একই জেলা ও একই নির্বাচনী এলাকার অফিসার কোন নিয়ম নিতি মালায় চাকুরি করছেন।উপজেলার কতিপয় স্বচেতন মহল জানান সাবেক আওয়ামী লীগ সরকারের নওগাঁর বদলগাছী মহাদেব পুর আসনের সাংসদ সদস্য পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র বিবেকের মনোনিত সৌরেনন্দ্রনাথ চক্রবর্তীর তার হৃদয়ে পছন্দ করে দুই উপজেলা মিলে একআসন মহাদেবপুরের জন্ম ভোটার বদলগাছীতে উপজেলা প্রকৌশলী হিসাবে দায়িত্ব পালন করছেন।

তিনি সুকৌশলী মনোভাবে এলাকার উন্নয়নের কাজের কর্তব্যের অবহেলা করে খেয়াল খুশিতে চাকরি করেন বলে এলাকার স্বচেতন মহলের অভিমত। সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির নেতা মামুনুর রশীদ জানান কাজের শেষে ও দুই বছর অতিবাহিত বিষয় টি এলাকার উন্নয়ন কর্মকান্ডের অবহেলা ব্যাতিত কিছুই না।

Facebook Comments Box

Posted ১:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

bangladoinik.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

https://prothomalo.com
https://prothomalo.com

এ বিভাগের আরও খবর

https://prothomalo.com
https://prothomalo.com
সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

2nd floor, Opposite building of Muradnagar Thana gate, Muradnagar-3540, Bangladesh

01941702035, 01917142520

bangladoinik@gmail.com

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com