
মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ | রবিবার, ১৬ মার্চ ২০২৫ | প্রিন্ট | 38 বার পঠিত
ইং ১৫/০৩/২০২৫ রাতে জেলা গোয়েন্দা শাখা(ডিবি),যশোরের এসআই শেখ আবু হাসান এর নেতৃত্বে সংগীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি টিম কোতয়ালী মডেল থানাধীন সার্কিট হাউজে বিপরীত পাশে আর এন্ড আর (R & R) ফ্যাশনের সামনে পাকা রাস্তার উপর হতে মোঃ মিরাজ হোসেন (২০), ও মোঃ হৃদয় শেখ(২১) নামের দুই ব্যক্তিকে আটক করে এবং তাদের তল্লাশিকালে ১নং আসামি মিরাজ হোসেনের দেহ তল্লাশি করে তার পকেট হতে একটি বার্মিজ টিপ চাকু উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
প্রাথমিকভাবে জানা যায় গ্ৰেফতারকৃত দুই ব্যক্তি পরস্পর যোগসাজশে যশোর শহর ও শহরতলীর বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের ভয়ভীতি প্রদর্শন করে ছিনতাই করে আসছিল এবং তাদের এই কাজে কেউ বাঁধা দিলে তাকে চাকু দ্বারা আঘাত করে গুরুতর জখম করত। তাদের বিরুদ্ধে অন্যের হয়ে ভাড়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন করার অভিযোগও রয়েছে।
এসংক্রান্তে শেখ আবু হাসান বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় একটি এজাহার দায়ের করেছে এবং আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্ৰেফতারকৃত আসামিদের নাম ও ঠিকানাঃ
১। মোঃ মিরাজ হোসেন (২০), পিতা- জয়নাল শেখ, সাং- শঙ্করপুর ছোটনের মোড়, থানা- কোতয়ালী, জেলা- যশোর,
২। মোঃ হৃদয় শেখ (২১), পিতা- পান্নু শেখ, সাং- শঙ্করপুর ছোটনের মোড় ( নূর নবী মেম্বারের ভাড়াটিয়া), থানা- কোতয়ালী, জেলা- যশোর।
Posted ১০:৩১ পূর্বাহ্ণ | রবিবার, ১৬ মার্চ ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com