
এস এম নওশের স্টাফ রিপোর্টার: | রবিবার, ১৬ মার্চ ২০২৫ | প্রিন্ট | 46 বার পঠিত
বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে অবৈধ টেন্ডার নবায়ন, নিম্নমানের খাবার বিক্রি ও সরকারি জমি দখল করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন শাহ আলম। জান্নাত ট্রেডিং ও শাহ অমানাত এন্টারপ্রাইজের মালিক শাহ আলম, রেলওয়ের বিধিনিষেধ উপেক্ষা করে চার বছর ধরে মেয়াদোত্তীর্ণ ক্যাটারিং টেন্ডার চালিয়ে যাচ্ছেন, যেখানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে গোপন আঁতাতের মাধ্যমে বিপুল অঙ্কের অর্থের লেনদেন হয়।
সিন্ডিকেট পরিচালিত এই ক্যাটারিং সার্ভিসে যাত্রীদের দেয়া হয় নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ খাবার, যেখানে স্যান্ডউইচ, চা, ফ্রাইড চিকেনের দাম বাজারমূল্যের চেয়েও দ্বিগুণের বেশি। এক কাপ চা ২০ টাকা, একটি চিকেন স্যান্ডউইচ ৮০ টাকা, ছোট এক পিস ফ্রাইড চিকেন ১৫০ টাকা, এবং একটি জেলি স্যান্ডউইচ ৭০ টাকায় বিক্রি করা হয়, যা সাধারণ বাজার দরের চেয়ে অনেক বেশি। যাত্রীরা একাধিকবার নোংরা ও অখাদ্য খাবার পাওয়ার অভিযোগ তুললেও প্রশাসন নিশ্চুপ। শুধু তা-ই নয়, চট্টগ্রাম রেলস্টেশনের মতো স্পর্শকাতর জায়গায় অবৈধভাবে অফিস বানিয়ে জায়গা দখল ও গ্যাস সংযোগ দিয়ে প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন তিনি।
রেলওয়ের কিছু দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা ও ঠিকাদারদের সহযোগিতায় শাহ আলম অবৈধ উপায়ে পুরো ক্যাটারিং ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে রেলওয়ের বিপুল আর্থিক ক্ষতি করে চলেছেন, যা অবিলম্বে তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থার দাবি রাখে। যদিও দাবি রেখে লাভ হবে না, ইদানিং তিনি বিএনপির নেতাদের ম্যানেজ করে ফেলেছেও বলে জানা গেছে।
Posted ৪:৫৮ অপরাহ্ণ | রবিবার, ১৬ মার্চ ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com